ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াডে বড় রদবদল

ছবি: রয়টার্স

প্রথম দুটি টি-টোয়েন্টি হেরে খাদের কিনারায় রয়েছে অস্ট্রেলিয়া। স্বাগতিক ভারতের বিপক্ষে বাকি থাকা তিন ম্যাচের আগে স্কোয়াডে বড় ধরনের রদবদল করল তারা। বিশ্বকাপজয়ী ছয় ক্রিকেটার ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়াতে। তাদের জায়গায় নতুন করে যোগ দিচ্ছেন চারজন।

মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে স্কোয়াডে হওয়া বড়সড় পরিবর্তনের খবর। এদিন রাতে গুয়াহাটিতে হতে যাচ্ছে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। তার আগে ইতোমধ্যেই স্টিভেন স্মিথ ও অ্যাডাম জ্যাম্পা দেশে ফিরে গেছেন বলে জানা গেছে। আগামীকাল বুধবার গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, জশ ইংলিস আর শন অ্যাবটও ভারত ছাড়বেন।

নতুন ডাক পাওয়া চারজন হলেন জশ ফিলিপি, বেন ম্যাকডারমট, বেন ডোয়ার্শিস ও ক্রিস গ্রিন। উইকেটরক্ষক-ব্যাটার ফিলিপি ও আগ্রাসী ব্যাটার ম্যাকডারমট এরই মধ্যে স্কোয়াডে যোগ দিয়েছেন। আগামী ১ ডিসেম্বর রায়পুরে হতে যাওয়া চতুর্থ ম্যাচের আগে বাঁহাতি পেসার ডোয়ার্শিস ও স্পিনার গ্রিন যুক্ত হবেন। গ্রিনের এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।

সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে অজিরা। ভারত প্রথম টি-টোয়েন্টিতে ২ উইকেটে ও দ্বিতীয়টিতে ৪৪ রানে জিতেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত।

অস্ট্রেলিয়া স্কোয়াড:

ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যারন হার্ডি, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, বেন ডোয়ার্শিস, ন্যাথান এলিস, ক্রিস গ্রিন, ট্রাভিস হেড, বেন ম্যাকডারমট, জশ ফিলিপি, তানভির স্যাঙ্গা, ম্যাথু শর্ট, কেইন রিচার্ডসন।

সরিয়ে নেওয়া হলো যাদের:

শন অ্যাবট, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা।

Comments

The Daily Star  | English

Domestic tourism heats up this winter

The local tourism industry was suffering from apprehension over the loss of business amid a long recession stemming from mass unrest, which began in July

1h ago