রিউমর স্ক্যানারের প্রতিবেদন

উত্তর প্রদেশের পদদলিতের ঘটনা বাংলাদেশে হিন্দুদের ‘ধর্ষণ-হত্যা’ বলে প্রচার

ছবি: রিউমর স্ক্যানার

মাটিতে একাধিক মরদেহ পড়ে আছে, যাদের বেশিরভাগই নারী। ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়ানো হচ্ছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, 'বাংলাদেশে হিন্দুদের অবস্থা।' ভিডিওতে দাবি করা হয়েছে, 'বাংলাদেশে মুসলমানরা বিভিন্ন বয়সের হিন্দু নারীদের ধর্ষণ ও হত্যা করেছে।'

তবে ভিডিওর এই দৃশ্যটি বাংলাদেশের কোনো ঘটনা নয় এবং বাংলাদেশে হিন্দু নারীদের ধর্ষণ ও হত্যার এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার বাংলাদেশ।

তাদের অনুসন্ধানে উঠে এসেছে, এটি গত জুলাইয়ে ভারতের উত্তর প্রদেশে পদদলিত হয়ে নিহতের একটি ঘটনার চিত্র। গত ৫ জুলাই ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করা হয়। এ ঘটনার আরেকটি ভিডিও গত ৩ জুলাই ইউটিউবে হিন্দি ক্যাপশনসহ পোস্ট করেন অভিনন্দন কুমার নামে এক ভারতীয়।

ভিডিও প্রসঙ্গে বলা হয়েছে, এটি উত্তর প্রদেশের হাথরসে স্বঘোষিত ধর্মগুরু নারায়ণ সাকার বিশ্ব হরি ওরফে 'ভোলে বাবা'র এক অনুষ্ঠানে পদদলিত হয়ে ১২২ জন নিহত হওয়ার ঘটনা, যাদের বেশিরভাগই নারী।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে নিউজ ১৮ ও ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত এ ঘটনার দুটি সংবাদের তথ্যও তুলে ধরা হয়েছে।

 

Comments