উইকেট অনেক সহজ হয়ে গেছে: সিমন্স

কলম্বো টেস্টের দ্বিতীয় দিনটা মাঠে বেশ কষ্টকরই কাটলো বাংলাদেশের জন্য। পুরো দিনে বল হাতে মাত্র দুটি উইকেট নিতে পেরেছে তারা। দিনের খেলা শেষে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স অবশ্য বললেন ভিন্ন কথা। উইকেট ব্যাটিংয়ের জন্য অনেক ভালো হয়ে যাওয়ায় শ্রীলঙ্কা সহজেই ব্যাটিংয়ে আধিপত্য দেখিয়েছে বলে জানান তিনি।

এদিন সকালে বাংলাদেশের ইনিংস ২৪৭ রানে গুটিয়ে যায়। এরপর ব্যাটিংবান্ধব উইকেটের সঠিক ব্যবহার কীভাবে করতে হয়, তা দেখিয়ে দেয় শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে পাথুম নিসাঙ্কা ও লাহিরু উদারার ৮৮ রান এবং পরে নিসাঙ্কা ও দিনেশ চান্দিমালের তৃতীয় উইকেটে ১৯৪ রানের বিশাল জুটিতে দিন শেষে স্কোর দাঁড়ায় ২ উইকেটে ২৯০ রান।

সিমন্স বলেন, 'আমার মনে হয় এটা ছিল কঠিন এক দিন টেস্ট ক্রিকেটের জন্য। উইকেট অনেক সহজ হয়ে গিয়েছে, ব্যাট করার জন্য আদর্শ। উইকেট পাওয়া আমাদের জন্য কঠিন হয়ে পড়ে, যেটা ভালো উইকেটে স্বাভাবিক। তাই বোলারদের জন্য দিনটা খুবই কষ্টকর ছিল।'

'উইকেট নিশ্চিতভাবেই উন্নত হয়েছে। প্রথম দিন এটা একটু আঠালো ছিল, বল কখনও ধীরে আবার কখনও দ্রুত আসছিল। আজ সেটা অনেক ভালো ছিল, ব্যাটারদের জন্য সহজ হয়ে গিয়েছে। টার্নও তেমন ছিল না, ব্যাটাররা দারুণ ব্যাট করেছে। টেস্ট ক্রিকেটে এমনই হয় কখনও কখনও,' বলেন এই ক্যারিবিয়ান কোচ।

এ দিন ইবাদত হোসেন ছিলেন কিছুটা নিষ্প্রভ, তেমন ধার দেখা যায়নি তার বোলিংয়ে। স্পিনাররা দীর্ঘ স্পেল করেও খুব একটা সাফল্য আনতে পারেননি। উদারাকে (৪০) ফেরান তাইজুল ইসলাম, আর চান্দিমালকে সেঞ্চুরির আগে থামান নাঈম হাসান। তবে এই দুই ডিসমিসাল ছাড়া বলার মতো কিছু ছিল না।

তবে বাংলাদেশ ব্যাটিং নিয়েও হতাশা প্রকাশ করেন সিমন্স, 'আমরা মূলত ব্যর্থ হয়েছি বড় জুটি গড়তে। এর ফলেই আজকের দিনে হাতে ছিল মাত্র দুই-তিনটি উইকেট। ব্যাটিংয়েই আমাদের ভুল ছিল, কারণ বড় জুটি গড়তে পারিনি।'

'গতকাল অন্তত দুই-তিনজন ব্যাটারকে বড় ইনিংস খেলতে হতো। আমি আশা করি আমরা নিসাঙ্কার ইনিংস থেকে শিক্ষা নেবো, আর দ্বিতীয় ইনিংসে বড় রান করার লক্ষ্য নিয়ে মাঠে নামবো,' যোগ করেন এই কোচ।  

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

2h ago