এশিয়া কাপের সুপার ফোর পর্বের সূচি

প্রথম দিনে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার রোমাঞ্চকর জয়ে এশিয়া কাপের সুপার ফোরের সবগুলো দল নিশ্চিত হয়ে গেছে। লঙ্কানদের আগে এই পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত। আফগানদের পাশাপাশি আসর থেকে ছিটকে গেছে নেপাল।

বুধবার থেকে মাঠে গড়াচ্ছে এশিয়ার ক্রিকেটীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতার সুপার ফোরের লড়াই। এই পর্ব চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম দিনে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।

আগের দিন তুমুল ও নাটকীয় প্রতিদ্বন্দ্বিতার পর শেষ দল হিসেবে সুপার ফোরের টিকিট কাটে শ্রীলঙ্কা। লাহোরেই আগে ব্যাট করে ৮ উইকেটে ২৯১ রান তোলে তারা। লঙ্কানদের টপকে সুপার ফোরে উঠতে আফগানিস্তানের সামনে দাঁড়ায় ৩৭.১ মধ্যে লক্ষ্য ছোঁয়ার চ্যালেঞ্জ। তবে তিন বল বেশি খেলে ২৮৯ রানে অলআউট হয় তারা।

এশিয়া কাপের সুপার ফোরের সূচি:

তারিখ ম্যাচ সময় (বিকাল) ভেন্যু
৬ সেপ্টেম্বর বাংলাদেশ-পাকিস্তান ৩টা ৩০ মিনিট লাহোর
৯ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ৩টা ৩০ মিনিট কলম্বো
১০ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ৩টা ৩০ মিনিট কলম্বো
১২ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কা ৩টা ৩০ মিনিট কলম্বো
১৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-পাকিস্তান ৩টা ৩০ মিনিট কলম্বো
১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত ৩টা ৩০ মিনিট কলম্বো

Comments