যে পুরস্কার না পেয়ে ধোনির ‘অভিযোগ’
১৩তম ওভারের ঘটনা। মাহেশ থিকসেনা এইডেন মার্কামকে অনেকটা জোরের উপর আচমকা এক ডেলিভারি করলেন। বল স্পিন না করে গেল সোজা, এজড হয়ে বেশ গতিতে তা জমা পড়ল মাহেন্দ্র সিং ধোনির গ্লাভসে। দেখতে বেশ সহজ মনে হলেও ধোনি বলছেন এই ক্যাচের জন্য তার পুরস্কার পাওয়া উচিত ছিল।
শুক্রবার রাতে আইপিএলের ম্যাচে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরবাদকে গুঁড়িয়ে দেয় ধোনির চেন্নাই সুপার কিংস। হায়দরবাদকে ১৩৪ রানে আটকে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় তারা। নেতৃত্বের মুন্সিয়ানার পাশাপাশি উইকেটের পেছনে দারুণ ভূমিকা ছিল ধোনির। মার্কামের ক্যাচ নেওয়ার পর রবীন্দ্র জাদেজার বলে মায়াঙ্ক আগারওয়ালকেও দারুণ স্টাম্পিং করেন তিনি। দুটিতেই ৪১ বছর বয়েসী ধোনির রিফ্লেক্স ছিল দেখার মতন।
আইপিএলে এবার প্রতি ম্যাচেই থাকছে নানান পুরস্কার। এদিন গালিতে হ্যারি ব্রুকের ক্যাচ ধরে সেরা ক্যাচের পুরস্কার পান চেন্নাইর রতুরাজ গায়কোয়াড়। তবে কিছুটা কৌতূকের আমেজেই ধোনি বলেন থিকসেনার বলে মার্কামের ক্যাচ নিয়ে পুরস্কারটি তিনি পেতে পারতেন, 'তারা আমাকে সেরা ক্যাচের পুরস্কার দিল না। আমার মনে হয়েছে এটা দুর্দান্ত ক্যাচ। আমি ভুল পজিশনে ছিলাম। আমরা গ্লাভস পরে থাকি বলে লোকে ভাবে এসব নেওয়া কত সহজ। অনেক দিন আগের একটা ম্যাচের কথা মনে পড়ে। রাহুল দ্রাবিড় কিপিংয়ে এমন ক্যাচ নিয়েছিলেন। আপনি ভুল পজিশনে থেকে এমন ক্যাচ নিতে পারবেন না।'
'আমি এখন অভিযোগ করতে পারি তারা আমাকে সেরা ক্যাচের পুরস্কার দিল না।'
এদিন বোলাররাই চেন্নাইর কাজ অর্ধেক করে দেন। ঘরের মাঠে মন্থর উইকেটে প্রতিপক্ষ চেন্নাইর বিপক্ষে পায়নি কূল কিনারা। শুরুতে আকাশ সিং উইকেট এনে দেওয়ার পর মাঝের ওভারে ছড়ি ঘোরান জাদেজা। ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। স্লগ ওভারেও দারুণ বল করেন তাদের পেসাররা। সহজ লক্ষ্য পরে ডেভন কনওয়ের ফিফটিতে পেরিয়ে যায় চেন্নাই। ম্যাচ শেষে বোলারদের প্রশংসায় ধোনি, 'মাঝের ওভারগুলো খুব ভালো সেটআপ ছিল। পেসাররা শেষ দিকে ভালো করেছে। আমি সব সময় তাদের বলি প্রথম ব্যাপার হচ্ছে ফিল্ড পজিশন অনুযায়ী বল করতে।'
Comments