ভারতীয় ক্রিকেটার দয়ালের বিরুদ্ধে ধর্ষণ মামলা

ছবি: বিসিসিআই

ভারতীয় ক্রিকেটার যশ দয়ালের বিরুদ্ধে গত মাসে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, শারীরিক নির্যাতন ও মানসিক হয়রানির অভিযোগ করেন এক নারী। সেটার ভিত্তিতে উত্তর প্রদেশের গাজিয়াবাদের পুলিশ তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছে।

সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত রোববার ইন্দিরাপুরম থানায় মামলাটি দায়ের করা হয়েছে। ২৭ বছর বয়সী পেসারের বিরুদ্ধে ভারতের নতুন ফৌজদারি আইনের ৫৯ নম্বর ধারা (বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন) অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।

গত ২১ জুন গাজিয়াবাদের এক নারী উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে অনলাইনে অভিযোগ করেন। এরপর মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে গাজিয়াবাদের সার্কেল অফিসারকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্ত কার্যক্রম শেষ করার জন্য ২১ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।

ওই নারী দাবি করেছেন, দয়ালের সঙ্গে গত পাঁচ বছর সম্পর্কে ছিলেন তিনি। সেসময় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। শুধু তাই নয়, তার কাছ থেকে টাকা-পয়সাও নিয়েছেন দয়াল।

পুলিশের কাছে অভিযোগে সেই নারী বলেছেন, 'দয়াল আমাকে তার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল এবং তারা আমার সঙ্গে তাদের পুত্রবধূর মতো আচরণ করত। কিন্তু সত্যিটা হলো, সে আমাদের সম্পর্কটিকে কেবল শারীরিক ও মানসিক নির্যাতনের জন্য ব্যবহার করত। যখনই আমি অন্য নারীদের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করতাম, তখনই আমাকে শারীরিক নির্যাতন করা হতো।'

তিনি আরও বলেছেন, 'তার এমন আচরণের কারণে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। সে আমার আত্মবিশ্বাস ভেঙে দিয়েছে এবং আর্থিক ও মানসিক উভয় দিক থেকেই আমাকে তার উপর নির্ভরশীল করে তুলেছে। আমি বেশ কিছুদিন ধরেই বিষণ্ণতায় ভুগছি এবং স্বাভাবিক জীবনযাপন করা আমার পক্ষে কঠিন হয়ে পড়েছে। মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আমি একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করেছি।'

গাজিয়াবাদের ডেপুটি কমিশনার অব পুলিশ পাতিল নিমীশ দশরথ ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, দয়ালের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে। দয়াল ইতোমধ্যে পুলিশের কাছে তার বক্তব্য দিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে তার।

ভারত জাতীয় দলের জার্সিতে এখনও কোনো ম্যাচ খেলা হয়নি দয়ালের। আইপিএলের সবশেষ আসরে চ্যাম্পিয়ন হওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সদস্য তিনি। ১৩ ম্যাচ খেলে তিনি ৩৫.১৬ গড় ও ৯.৫৯ ইকোনমিতে ১৩ উইকেট শিকার করেন।

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

5h ago