ফ্রান্স বনাম বেলজিয়াম : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

শুরু হচ্ছে ফুটবলের মহামঞ্চের শেষ চারের লড়াই। স্বপ্নের ফাইনালের লড়াই। শিরোপা লড়াইয়ে টিকে থাকছেন কে তা জানার অপেক্ষা পালা প্রায় শেষের দিকে। প্রথম সেমিফাইনালে রাতে মাঠে নামছে ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স ও হালের সাড়া জাগানো দল বেলজিয়াম। দুই দলই দুর্দান্ত ফুটবল খেলছে পুরো আসর জুড়েই। তাই জমজমাট একটি লড়াই প্রত্যাশা ফুটবল প্রেমীদের।
France vs Belgium Match Prediction

শুরু হচ্ছে ফুটবলের মহামঞ্চের শেষ চারের লড়াই। স্বপ্নের ফাইনালের লড়াই। শিরোপা লড়াইয়ে টিকে থাকছেন কে তা জানার অপেক্ষা পালা প্রায় শেষের দিকে। প্রথম সেমিফাইনালে রাতে মাঠে নামছে ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স ও হালের সাড়া জাগানো দল বেলজিয়াম। দুই দলই দুর্দান্ত ফুটবল খেলছে পুরো আসর জুড়েই। তাই জমজমাট একটি লড়াই প্রত্যাশা ফুটবল প্রেমীদের।

ম্যাচের ফলাফল কি হবে তা জানা যাবে ম্যাচ শেষে, তবে তার আগেই ফলাফলের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, কৌশলও তুলে ধরা হলো-

কখন?

বাংলাদেশ সময় রাত ১২টা, মঙ্গলবার, ১০ জুলাই।

কোথায়?

সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম, সেন্ট পিটার্সবার্গ

নজরে থাকবেন যারা

দারুণ ছন্দে থাকা রোমেলু লুকাকুই গড়ে দিতে পারেন ম্যাচের পার্থক্য। ৪টি গোল দিয়ে আছেন গোল্ডেন বুটের প্রতিযোগিতায়। তবে কেভিন ডি ব্রুইন দলের সবচেয়ে বড় তারকা। মধ্য মাঠের মধ্যমণি। চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটির রেকর্ড লিগ শিরোপা জয়ে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি। আছেন এডেন হ্যাজার্ডের মতো খেলোয়াড়। অনেকেই তাকে মেসি-রোনালদোর সম পর্যায়ের খেলোয়াড় বলেই দাবি করে থাকেন।

ম্যানচেস্টার ইউনাইটেড তারকা পল পগবা দলের প্রাণ ভোমরা। ফ্রান্সের মধ্য মাঠের কারিগর তিনিই। তবে কিলিয়ান এমবাপের দিকেই থাকবে বাড়তি নজর। আর্জেন্টিনাকে প্রায় একাই ছিটকে দিয়েছেন বিশ্বকাপ থেকে। সর্বকনিষ্ঠ ফরাসী হিসেবে বিশ্বকাপে গোল দেওয়ার রেকর্ডটিও করেছেন। এছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদের আঁতোয়া গ্রিজম্যান, ওসমান ডেম্বেলের দিকেও থাকবে বাড়তি নজর।

সম্ভাব্য একাদশ ও ম্যাচের কৌশল

বেলজিয়াম : (৩-৪-২-১) কর্তোয়া, অ্যালডারউইয়ারল্ড, কম্পানি, ভেরটনঘেন, মিউনিয়ার, ডি ব্রুইন, উইসেল, কারাসকো, মার্টিনস, লুকাকু ও হ্যাজার্ড।

ফ্রান্স : (৪-২-৩-১) লরিস, পাভার্দ, ভারানে, উমতিতি, হের্নান্দেজ, কান্তে, পগবা, এমবাপে, গ্রিজম্যান, লিমার ও জিরুদ।

ভবিষ্যদ্বাণী : শক্তির বিচারে পার্থক্যটা খুবই কম। নির্দিষ্ট কাউকে এগিয়ে রাখা কঠিন। তবে ফ্রান্স এগিয়ে থাকবে তাদের ঐতিহ্যের কারণে। অভিজ্ঞতার কারণে। বড় ম্যাচে চাপ সামলানোর কৌশলটা ভালো করেই জানা আছে তাদের। কিন্তু খুব যে পিছিয়ে থাকবে বেলজিয়াম তাও নয়। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মতো শক্তিশালী দলকে হারিয়ে জানিয়ে দিয়েছে স্নায়ুচাপটা সামাল দিতে ভালোই পারে তারা। তাই লড়াইটা হবে বেশ হাড্ডাহাড্ডিই।

সম্ভাব্য স্কোর : ফ্রান্স ২-৩ বেলজিয়াম

অতিরিক্ত সংযোজন :

১) মেজর টুর্নামেন্টে এ দুই দলের মুখোমুখি তিনটি লড়াইয়েই জিতেছে ফ্রান্স। বিশ্বকাপে ১৯৩৮ সালে ৩-১ এবং ১৯৮৬ সালে অতিরিক্ত সময়ের গড়ান ম্যাচে ৪-২ গোলে জয় পায় দলটি। আর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ১৯৮৪ সাল ৫-০ গোলে জয় পায় মিশেল প্লাতিনির ফ্রান্স।

২) তবে মুখোমুখি শেষ তিন লড়াইয়ে অপরাজিত আছে বেলজিয়াম (জয় ১, ড্র ২)। ২০১৫ সালের জুনে ৪-৩ গোলে ফ্রান্সকে হারিয়েছিল তারা।

৩) এ নিয়ে দুই দলের মধ্যে ৭৪তম লড়াই। এর আগের লড়াইগুলোতে জয়ের পাল্লাটা ভারি বেলজিয়ামের। ৩০টি ম্যাচে জয়ে তাদের। ফ্রান্স জিতেছে ২৪টি ম্যাচ। অপর ১৯টি ম্যাচ ড্র।

৪) ফ্রান্সের এটা ষষ্ঠ সেমিফাইনাল। প্রথম তিনটিতে (১৯৫৮, ১৯৮২ ও ১৯৮৬) হারলেও শেষ দুটির ফাইনালে (১৯৯৮ ও ২০০৬) খেলে দলটি।

৫) পেনাল্টি শুটআউট ছাড়া শেষ ১৩টি নকআউট ম্যাচে ফ্রান্স হেরেছে মাত্র ১টি (জয় ১০, ড্র ২)।

৬) বিশ্বকাপে এর আগে একবারই সেমিফাইনাল খেলেছে বেলজিয়াম। ১৯৮৬ সালে সেবার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ০-২ গোলে হারে তারা।

৭) শেষ ২৪টি ম্যাচে অপরাজিত রয়েছে বেলজিয়াম (জয় ১৯, ড্র ৫)।  

৮) চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৪টি গোল দিয়েছে বেলজিয়াম। ভিন্ন ভিন্ন নয়জন খেলোয়াড় এ গোলগুলো করেছে।

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

6h ago