দাপট দেখিয়ে জার্মানিকে বার্তা দিল সুইডেন

Sweden vs South Korea Match in FIFA World Cup 2018
জিতেই শুরু করল সুইডেন। ছবিঃ রয়টার্স

এক যুগ পর বিশ্বকাপে এসে প্রথম ম্যাচেই দাপট দেখিয়ে জিতেছে সুইডেন। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে জার্মানির গ্রুপে নিজেদের অবস্থানও পোক্ত করেছে তারা।

সোমবার নিজনি নভরোগোদে আন্দ্রেস গ্রাঙ্কবিস্টের পেনাল্টি থেকে করা একমাত্র গোলে দক্ষিণ কোরিয়াকে হারায় সুইডেন।  পুরো ম্যাচ সুইডেন যেভাবে প্রাধান্য রেখে খেলল তাতে অবশ্য গোল হতে পারত গোটা চারেক। ফিনিংশের ব্যর্থতার পাশাপাশি দক্ষিণ কোরিয়ার গোলরক্ষকের দক্ষতায় এক গোলেই তৃপ্ত থাকতে হয়েছে সুইডিশদের। সেই গোলটিও এসেছে ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে।

‘এফ’ গ্রুপের প্রথম খেলায় মেক্সিকোর কাছে হারের পর এই গ্রুপের সব ম্যাচেই পড়েছে আলাদা নজরে। সুইডেন তাদের প্রথম ম্যাচে যেভাবে জিতেছে তাতে চিন্তার ভাঁজ পড়ার কথা জার্মান কোচের কপালেও।

খেলার শুরুতেই মাঝ মাঠের বল দখলে নেয় সুইডেন। মিডফিল্ডার লারসন, একদাল বলের জোগান দিচ্ছিলেন স্ট্রাইকারদের। গোলের কাছে গিয়েও জালের নিশানা পাচ্ছিলেন না ফরোয়ার্ডরা। তাদের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান কোরিয়ার গোলরক্ষক চো-হো-উ। তাতে ধারালো আক্রমণ করেও বিরতির আগে গোলবিহীন থাকতে হয় সুইডেনকে। বিরতির পর পরও গোল আসছিল না। ৬২ মিনিটে গিয়ে খোলে গেরো। কোরিয়ার ডিফেন্ডার কিম মিন ইউ ডি বক্সের ভেতর ফাউল করলে রেফারির চোখ তা এড়িয়ে যায়। সুইডেশদের আবেদনের মধ্যে ভিএআরের সহায়তা নেন মাঠের রেফারি। পেনাল্টি পায় সুইডেন। আন্দ্রেস গ্রাঙ্কবিস্ট নেওয়া শটে সহজেই পায় জালের ঠিকানা।  

খেলা শেষের মিনিট দশেক আগে আক্রমণের ধার বাড়িয়ে সমতায় ফেরার চেষ্টা করেছিল দক্ষিণ কোরিয়াও। যোগ করা সময়ে হং হি চানের হেড বারে লেগে ফিরে আসলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় এশিয়ার দলটিকে।

এই জয়ে পুরো পয়েন্ট নিয়ে মেক্সিকোর পাশাপাশি টেবিলের উপরেই থাকল সুইডেন। প্রথম ম্যাচ হেরে যাওয়া বর্তমান চ্যাম্পিয়নদের অবস্থান আপাতত নিচের দিকে। 

২৩ জুন বাংলাদেশ সময় রাত ৯টায় জার্মানির বিপক্ষে নামবে সুইডেন। 

Comments

The Daily Star  | English

Ending impunity for crimes against journalists

Though the signals are mixed we still hope that the media in Bangladesh will see a new dawn.

13h ago