এমবাপে, কাভানির ধারায় নেইমারকে চান সিলভা

Thiago Silva
থিয়াগো সিলভা। ছবিঃ রয়টার্স

নকআউট পর্বের প্রথম দিনটা মাতিয়েছেন পিএসজির দুই তারকা। জোড়া গোল করে আর্জেন্টিনা ও পর্তুগালকে বাড়ির পথ ধরিয়ে দিয়েছেন দুই পিএসজি তারকা কিলিয়ান এমবাপে ও এডিনসন কাভানি। এবারে থিয়াগো সিলভার আশা, দুই পিএসজি সতীর্থের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করবেন নেইমার।

পিএসজিরই খেলোয়াড় সিলভা এমনটাই আশা প্রকাশ করেছেন। মিডিয়া কনফারেন্সে বলেছেন, ‘প্রথম ম্যাচ দুটি শেষ হওয়ার পরপরই আমার মাথায় এসেছে এটা, আমাদের ম্যাচটা নেইমারই মাতাবে। কাভানি ও এমবাপে দুজনেই তাদের দলের জয়ের মূল নায়ক ছিল, এমনকি হেরে গেলেও ডি মারিয়াও খুবই ভালো খেলেছে। পিএসজিকে খুব ভালোভাবে প্রতিনিধিত্ব করেছে ওরা। আমি আশা করছি নেইমারও সেই ধারাবাহিকতা ধরে রাখবে।’

শেষ ষোলোর আগে অনেকেই ব্রাজিল-জার্মানি সম্ভাব্য লড়াই নিয়ে কথা বলছিলেন। কিন্তু সেই জার্মানি শেষ ষোলোতেই উঠতে পারেনি। এ ব্যাপারে জানতে চাইলে সিলভা বলেছেন, জার্মানিকে নিয়ে কোন মাথাব্যথা নেই তাঁদের, ‘শেষ ম্যাচের পর লোকজন জার্মানিকে নিয়ে অনেক কথাবার্তা বলছিল। আমার মনে হয় না জার্মানিকে নিয়ে আমাদের খুব বেশি ভাবার কিছু ছিল। ফুটবলটা মাঠে খেলতে হয়, কথা দিয়ে ফুটবল হয় না। আর্জেন্টিনা ও পর্তুগালের মতো তারাও গ্রুপ পর্ব পার করতে পারেনি। জার্মানিকে নিয়ে কথা বলার তাই কিছু দেখছি না আমি। জার্মানি ম্যাচ এখন অতীত, আরা আমরা অতীত ইতিহাস মুছে ফেলতে পারব না। আমাদের ম্যাচ ধরে ধরে ভাবতে হবে এখন, যেমনটা আমরা মেক্সিকো ম্যাচ নিয়ে ভাবছি।’

শেষ ষোলোতে বাংলাদেশ সময় আজ রাত আটটায় ‘এফ’ গ্রুপের রানার্সআপ মেক্সিকোর মুখোমুখি হবে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল।   

Comments

The Daily Star  | English

University student unions: Student bodies split over polls timing

With Dhaka and Jahangirnagar universities gearing up for student union elections, the student bodies are now sharply divided over when the polls should be held.

7h ago