বাংলাদেশের খেলা দেখা যাবে যেসব চ্যানেলে
প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ দল। ভারতের দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হবে দলদু’টি। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই ও গাজী টিভি।
ভারতে বেশ ফুরফুরে মেজাজেই আছে বাংলাদেশ দল। যদিও শুক্রবার আফগান এ দলের বিপক্ষে পাত্তাই পায়নি টাইগাররা। ১৬ বল বাকি থাকতে ৮ উইকেটের বড় ব্যবধানে হারে দলটি। কিন্তু তাতে টাইগারদের আত্মবিশ্বাস সামান্যও বিচ্যুত হয়নি। অনুশীলনে বেশ প্রাণবন্তই ছিলেন তারা। এর আগে আরমান আলিফের অপরাধী গান গেয়ে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন সাকিবরা। মুহূর্তেই সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায় গানটি।
টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে এর আগে এক একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০১৪ সালে ঘরের মাঠে আফগানদের ৯ উইকেটের বড় ব্যবধানেই হারিয়েছিলো টাইগাররা। তবে পরিস্থিতি এখন অনেক বদলেছে। এ সংস্করণে অনেক শক্তিশালী আফগানিস্তান। এমনকি ১২ রেটিং পয়েন্ট বেশি নিয়ে র্যাংকিংয়ে টাইগারদের চেয়ে দুই ধাপ উপরে রয়েছে দলটি।
তাই আফগানদের দারুণ সমীহ করছে বাংলাদেশ দল। তবে দলের সেরা পেসার মুস্তাফিজুর রহমানকে ছাড়াই খেলতে হচ্ছে টাইগারদের। রুবেল হোসেন, আবু জায়েদ রাহী ও আবু হায়দার রনির উপরই থাকছে টাইগারদের পেস আক্রমণের দায়িত্ব।
এ ম্যাচের নামার আগে অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আর ২টি উইকেট পেলে ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান ও ৫০০ উইকেটের মালিক হবেন তিনি। এর আগে এ কীর্তি গড়তে পেরেছেন পাকিস্তানের শহিদ আফ্রিদি ও দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। তবে তাদের এ কীর্তি গড়তে ৫০০ এর বেশি ম্যাচ লাগলেও সাকিবের লাগছে ঠিক ৩০০ ম্যাচ।
Comments