‘রোনালদোকে ছেড়ে নেইমারকে নিলে ভুল করবে রিয়াল’

neymar-ronaldo
ফাইল ছবি : রয়টার্স

পিএসজি সুপার স্টার নেইমারকে পেতে চাইছে রিয়াল মাদ্রিদ। গুঞ্জন উঠেছে এ ব্রাজিলিয়ান তারকার জন্য ক্রিস্টিয়ানো রোনালদোকেও ছেড়ে দিতে রাজি দলটি। আর এটা করলে বড় ভুল হবে বলেই মনে করেন সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক ইকার ক্যাসিয়াস।

বার্সেলোনা থেকে পিএসজিতে যাওয়ার অল্প কিছু দিন পর থেকেই গুঞ্জন শুরু হয় রিয়ালে আসছেন নেইমার। বিশেষ করে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ নেইমারের প্রতি আগ্রহের কথা জানালে তা আরও জোরালো হয়। আর এ বিষয়টিকে ভালো চোখে দেখছেন না ২০১০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্যাসিয়াস, ‘রোনালদোর বদলে আমি নেইমারকে নিব! অবশ্যই না। এমনকি পৃথিবীর কোন খেলোয়াড়দের সঙ্গেই আমি রোনালদোকে বদল করবো না।’

তবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পরই ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন রোনালদো। তাতে গুঞ্জন বেড়েছে। স্প্যানিশ গণমাধ্যম এটাকে ফলাও করেই লিখেছে। ক্যাসিয়াসের ভাষায়, ‘আমি ফুটবলের উন্নতির ব্যাপারটা বুঝি। কিন্তু বর্তমানে ক্রিস্টিয়ানো রোনালদোই রিয়াল মাদ্রিদ। ও যা করছে তা অবিশ্বাস্য। সে প্রতিদিনই উন্নতি করছে। লোকজন যাই বলুক সে মাদ্রিদে ভালো আছে। সে আগে যা বলেছে তারপরও সে রিয়ালে থেকে যাবে। আমার মনে হয় না সে ক্লাব ছাড়বে।’

গত গ্রীষ্মের দলবদলে বার্সেলোনা ছাড়েন নেইমার। রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে নাম লেখান এ ব্রাজিলিয়ান। এক মৌসুম না যেতেই আবার দলবদলের গুঞ্জন উঠেছে। মূলত নেইমারের বাবাই এ গুঞ্জনে ঘি ঢেলেছেন। এ বিষয়ে অবশ্য মন্তব্য করতে রাজি হননি ক্যাসিয়াস, ‘আমি এখন বুঝতে পারছি না এই বদলটা ঠিক হবে কি না। কিন্তু আমি এটা বুঝতে পারছি, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলতে সবাই ভালবাসে।’

এদিকে রিয়াল কোচ জিনেদিন জিদান নিজের পদ থেকে সেরে দাঁড়িয়েছেন বৃহস্পতিবার। আর তাতে গুঞ্জনটা আরও বেড়েছে। অনেকেই ভাবছেন এবার তাহলে রোনালদোর পালা। আর অন্য দিকে নেইমার অবশ্য জানিয়ে আসছেন পিএসজিতেই সুখী আছেন তিনি।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

25m ago