রোনালদোর হোটেলে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

সম্প্রতি আগুন লাগার ঘটনা ঘটেছে মরক্কোর মারাকেশ শহরের পেস্তানা সিআরসেভেন নামক হোটেলে। হোটেলটির মালিক পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। তবে তাৎক্ষণিকভাবে জরুরি পরিষেবা দলের দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, শনিবার হোটেলের একটি খালি কক্ষে আগুন লাগে। তবে সিভিল প্রোটেকশন টিমের দ্রুত ও দক্ষ হস্তক্ষেপের ফলে আগুন খুব অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হোটেলের সব অতিথি ও কর্মীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

মরক্কোর গণমাধ্যম এফইএস নিউজ জানিয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

রোনালদোর এই হোটেলটি পেস্তানা হোটেল গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে নির্মিত তার বিলাসবহুল হোটেল চেইনের অংশ। মারাকেশ ছাড়াও লিসবন, মাদেইরা, মাদ্রিদ এবং নিউইয়র্কে রয়েছে রোনালদোর মালিকানাধীন অনুরূপ হোটেল। মারাকেশের এই হোটেলটি চালু হয় ২০২২ সালে।

Comments

The Daily Star  | English

Chief adviser calls for urgent reforms in social services to prioritise senior citizens, girls

Political interference led to unfair distribution of benefits in the past, he says

29m ago