সৌদি আরবে বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনা জানালেন নেইমার

ছবি: এএফপি

আগামী ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হওয়া প্রায় নিশ্চিত করে ফেলেছে সৌদি আরব। ফুটবলের সর্বোচ্চ মঞ্চের ২৫তম আসরের স্বাগতিক হওয়ার দৌড়ে নেই আর কোনো প্রতিদ্বন্দ্বী। উপসাগরীয় দেশটিতে বিশ্বকাপ হওয়া নিয়ে ভীষণ রোমাঞ্চিত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।

গত বছরের অক্টোবরে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হওয়ার লড়াই থেকে সরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ফলে একমাত্র প্রার্থী হিসেবে দৌড়ে টিকে আছে সৌদি আরব। এই বছরের শেষদিকে সদস্য দেশগুলোর ভোটে সৌদিকে স্বাগতিক হিসেবে চূড়ান্ত করতে পারে ফিফা। বর্তমানে দেশটির প্রো লিগের ক্লাব আল হিলালের হয়ে খেলছেন নেইমার।

সামাজিক মাধ্যমে গতকাল সোমবার আল হিলালের প্রকাশিত একটি ভিডিও বার্তায় সৌদিকে সমর্থন জানিয়ে নেইমার বলেন, 'সৌদি আরবে বিশ্বকাপ হলে আমি খুশি হব। আমি মনে করি, সবার জন্য খুব রোমাঞ্চকর একটি বিশ্বকাপ হবে। সারা বিশ্বের মানুষ সৌদি সংস্কৃতি ও এই দেশ সম্পর্কে আরও জানার সুযোগ পাবে। তাই এখানে সবার সঙ্গে থাকা হবে দারুণ একটি অভিজ্ঞতা... এই সুযোগ তাদের প্রাপ্য।'

গত বছরের আগস্টে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে নেইমার পাড়ি জমান আল হিলালে। কিন্তু সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ৫ ম্যাচ খেলেই এসিএল চোটে তাকে ছিটকে যেতে হয়। গত বছরের অক্টোবর থেকে মাঠের বাইরে আছেন সুস্থ হয়ে ওঠার শেষ পর্যায়ে থাকা ৩২ বছর বয়সী তারকা।

আগামী আসর থেকে বিশ্বকাপ হবে ৪৮ দল নিয়ে। ২০২৬ সালে যৌথভাবে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এরপর ২০৩০ সালের আসরের মূল স্বাগতিকরা হলো মরক্কো, পর্তুগাল ও স্পেন। তবে বিশ্বকাপের শতবর্ষ পালন উপলক্ষে এই বিশ্বকাপের শুরুতে একটি করে ম্যাচ হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে।

সৌদিতে বিশ্বকাপ হলে তা নভেম্বর-ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। সবশেষ ২০২২ সালের আসরও একই সময়ে আয়োজিত হয়েছিল উপসাগরীয় অঞ্চলের আরেক দেশ কাতারে। ওই বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

Comments

The Daily Star  | English

Cargo ship with Pakistani goods reaches Ctg anchorage

On its second trip, it brings refined sugar, dolomites, fabrics, electronics, etc from Pakistan and UAE

2h ago