টানা এক সপ্তাহের অনুশীলনে প্রাণবন্ত নেইমার
চোট থেকে খুব দ্রুতই সেরে উঠছেন ব্রাজিল ফুটবল দলের অধিনায়ক নেইমার। পায়ের অস্ত্রোপচারের পর প্রথমবারের মতো টানা এক সপ্তাহ অনুশীলন করেছেন তিনি। শনিবার ব্রাজিলে অনুশীলন ক্যাম্পের শেষ দিনে দারুণ প্রাণবন্ত ছিলেন বলেই জানিয়েছেন লেফট ব্যাক ফিলিপ লুইস।
শনিবার শেষ দিনে অনুশীলনে নিজ পরিবারকে মাঠে আমন্ত্রণ জানিয়েছিলেন নেইমার। ছিলেন বান্ধবী ব্রুনা মার্কুইজিনেও। শেষ দিনে নেইমার বেশ দ্রুততার সঙ্গেই ড্রিবলিং ও পাসিং করেছেন। তবে কিছুটা জড়তা রয়েছে বলে জানান লুইস। মূলত চোটের কথা মাথায় থাকায় এটা হচ্ছে বলে মনে করছেন তিনি। তাই দ্রুতই চোটের কথা ভুলে যাওয়ার পরামর্শ দিলেন সতীর্থকে।
‘২০১০ সালে আমি খুব মারাত্মক চোট পেয়েছিলাম। আমি কিছুটা ভয়ের মধ্য দিয়েই ফিরেছিলাম। নেইমারের ক্ষেত্রেও এমনটা হচ্ছে। তবে প্রতিপক্ষ তার সামনে যখন প্রথম শটটা নেবে, তখন সে সব ভুলে যাবে। যেমনটা আমার হয়েছিলো। সে খুব ভালো উন্নতি করছে।’ – নিজের অভিজ্ঞতা থেকে এমনটাই বলেন লুইস।
গত ফেব্রুয়ারিতে লিগ ওয়ানের ম্যাচে অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে ডান পায়ের হাড় ভেঙ্গে যায় নেইমারের। এরপর ব্রাজিলে ফিরে যান তিনি। ৩ মার্চ স্থানীয় একটি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন এই ফুটবল সেনসেশন।
গত এক সপ্তাহ রাজধানীর বাইরে তেরেসোপলিশে অনুশীলন করে ব্রাজিল দল। শনিবার শেষ হয় ঘরের মাঠের অনুশীলন। রোববার বিশ্রাম নেওয়ার পর সোমবার লন্ডনে ক্যাম্প করার উদ্দেশ্যে উড়াল দেবে ব্রাজিল দল। টটেনহ্যামের মাঠে আগামী ৮ জুন পর্যন্ত অনুশীলন করবে তারা। এরপর রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেবে সেলকাওরা।
Comments