মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, আহত ২

মালয়েশিয়ার কুয়ানটানে পূর্ব উপকূল মহাসড়ক (এলপিটি-১) এলাকায় একটি মাল্টিপারপাস গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।

গতকাল শুক্রবার এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— গাড়িচালক সাব্বের হাসান (৩০), যাত্রী জাহিদ হাসান (২১) ও আব্দুল্লাহ (২৪)।

আহত দুই যাত্রী—হাবিব বিশ্বাস (৪৫) ও মনিরাম চন্দ্র বসুকে (৪০) তেংকু আমপুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুয়ানটানের ভারপ্রাপ্ত পুলিশপ্রধান আদলি মাত দাউদ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা কুয়ানটান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিলেন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার বাম পাশে ছিটকে পড়ে দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়িটির রোড ট্যাক্স গত মে মাসেই শেষ হয়ে গিয়েছিল।

Comments