মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনা: চিকিৎসাধীন আরও ১ বাংলাদেশির মৃত্যু
মালয়েশিয়া পেরাক রাজ্যের কাম্পার এলাকার সড়ক দুর্ঘটনায় আহত আরও এক বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে বুধবারের এ দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
দুর্ঘটনায় আহত মোহাম্মদ সোহেল আজ বৃহস্পতিবার স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বুধবার ঈদুল ফিতরের ছুটিতে ঘুরতে বের হন মালয়েশিয়া প্রবাসী ৮ বাংলাদেশি। কাম্পার এলাকার এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাদের বহন করা গাড়িটি।
সে সময় পেছনে থাকা লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় গাড়ি। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। তারা হলেন-আব্দুল্লাহ মোহাম্মদ, আলী আসকার ও মো. সোহেল মিয়া।
দুর্ঘটনায় আহত সোহেল আজ স্থানীয় তেলুক ইন্তান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার জনে। নিহত সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, রাজধানী কুয়ালালামপুর যাওয়ার পথে হঠাৎ টায়ার ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি সড়কের বাম পাশে ছিটকে পড়লে আরেক লরি সেটিকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় নিহত আবদুল্লাহ ছাড়া বাকি সবাই ক্যামেরন হাইল্যান্ডসের একটি বাগানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানায় দেশটির পুলিশ।
Comments