বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নাই: স্বরাষ্ট্র উপদেষ্টা

মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো তিন বাংলাদেশি জঙ্গি নয় বরং তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল এ বিষয়ে মন্ত্রণালয় থেকে প্রেস রিলিজও দেওয়া হয়েছে। মূলত ওই তিন জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহায়তায় এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে।'
ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যোগসূত্রের অভিযোগে মালয়েশিয়ায় বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক ও দেশে ফেরত পাঠানো নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে প্রশ্ন করা হলে উপদেষ্টা এসব কথা জানান।
মালয়েশিয়ার পুলিশ প্রধান অভিযোগ করেছেন যে সন্দেহভাজনরা বাংলাদেশে আইএসের কার্যকলাপের জন্য তহবিল সংগ্রহ করছিল।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'মালয়েশিয়ার পুলিশের চিফ যেটা বলেছে ওই পাঁচজনের আসা হয় নাই। তাদের সাথে আমাদের সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আমরা ইনভেস্টিগেশন করে দেখব।'
বাংলাদেশে কোনো জঙ্গি সম্পৃক্ততা খুঁজে পাচ্ছেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বাংলাদেশে এদের কোনো সম্পৃক্ততা নাই।'
বাংলাদেশে জঙ্গিবাদের অবস্থান নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই। এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে।'
তিনি বলেন, 'এক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা গত ১০ মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? যেহেতু নাই, আগে ছিল আপনারা দিছেন। এখন নাই আপনারা দেন না।'
উপদেষ্টা আজ বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং সুবিধা এবং বিএডিসি হিমাগার পরিদর্শন করেন। সেখানে তিনি সবজি, ফলমূল এবং অন্যান্য পচনশীল পণ্যের রপ্তানি সহায়ক অবকাঠামো ঘুরে দেখেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ কোনো উদ্বোধনের অনুষ্ঠান ছিল না এটা ছিল একটা রুটিন পরিদর্শন।
তিনি জানান, বাংলাদেশের কৃষি-রপ্তানি সক্ষমতা বাড়ছে এবং এই প্রবৃদ্ধিকে সহায়তা করার জন্য লজিস্টিকস ব্যবস্থার উন্নতির পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Comments