কসবায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

border killing logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত ও এক ভারতীয় নাগরিক আহত হয়েছেন। 

সীমান্তের মেইন পিলারের কাছে রোববার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ ঘটনায় আজ সোমবার বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে বলেও জানান তিনি।

নিহত মো. সাকিব (২৫) কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তবর্তী গুচ্ছগ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, রোববার রাত ১২টার দিকে বিএসএফের গুলিতে লুটিয়ে পড়ে সাকিব। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা এবং পরে ঢাকায় একটি হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

বিজিবি জানায়, একই সময় গুলিতে আহত হন ভারতের ত্রিপুরা রাজ্যের নাগরিক সুজন বর্মণ (৩৫)। তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তাকে অনুপ্রবেশের অভিযোগে আটক করে হাতিরঝিল থানা পুলিশের জিম্মায় হস্তান্তর করে বিজিবি।

জানতে চাইলে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের ডেইলি স্টারকে জানান, নিহতের মরদেহ তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে। 

Comments

The Daily Star  | English

Tunnicliffe’s 89 spoils emerging women’s fightback in Chattogram

The second match of the series will take place at the same venue on Thursday.

18m ago