আবারো টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের জন্য। সেই লক্ষ্যে শুরুটা ভালো হয়নি তাদের। আবারো টস হেরেছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। আবারো বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
রোববার ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
তবে এদিন একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন জাকের আলী। তাতে বাদ পড়েছেন আগের ম্যাচের দ্বিতীয় সর্বোচ্চ রান করা মোহাম্মদ নাঈম শেখ। এছাড়া বদল হয়েছে দুই পেসারের। তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের জায়গায় দলে নেওয়া হয়েছে শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানকে।
অন্যদিকে শ্রীলঙ্কা ধরে রেখেছে তাদের উইনিং কম্বিনেশন। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও একই একাদশ নিয়ে মাঠে নেমেছেন দলটি।
পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে আছে শ্রীলঙ্কা।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, রিশাদ হোসেন শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ:
পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, কুসল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, মহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, ভিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা।
Comments