যশোরে নির্মাণাধীন ভবনের কার্নিশ ধসে ২ প্রকৌশলীসহ নিহত ৩

যশোরে একটি নির্মাণাধীন ভবনের কার্নিশ ধসে দুই প্রকৌশলী ও এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের সার্কিট হাউস পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—প্রকৌশলী মিজানুর রহমান (৩৫) ও আজিজুল ইসলাম (৩৬) এবং শ্রমিক নুরু মিয়া (৪৫)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত তথ্য জানা যায়নি।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে 'ফর ফিউচার লিমিটেড কোম্পানি'র নির্মাণাধীন 'ইকবাল মঞ্জিল' ভবনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ফারদিন হোসেন ডেইলি স্টারকে জানান, ছয়তলা ভবনটির এক পাশের নির্মাণ শেষ হলেও পশ্চিম পাশের কাজ চলমান। আজ হঠাৎ পশ্চিম পাশে পঞ্চম তলার কার্নিশ হঠাৎ ধসে নিচে পড়ে গেলে দুই প্রকৌশলী ও এক শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন।
সেখানে কর্মরত শ্রমিক মুজিবুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'আহত তিনজনকে তাৎক্ষণিক যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শাকিরুল আলম জানান যে, হাসপাতালে যাওয়ার আগেই তিনজন মারা গেছেন।'
ওসি আবুল হাসনাত বলেন, 'ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।'
Comments