যশোর

২ নারীকে ভারতে পাচারকালে বিজিবির হাতে দালাল আটক

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।
অভিযুক্ত দালাল তপনসহ দুই নারীকে চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে। ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছা উপজেলার হিজলী সীমান্ত দিয়ে দুই নারীকে ভারতে পাচারকালে এক দালালকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার সকালে হিজলী সীমান্তের ৪০/৩ নম্বর মেইন পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়।

হিজলী বিওপি ক্যাম্পের হাবিলদার আবুল কালাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকালে ক্যাম্পের জওয়ানরা হিজলী সীমান্তে টহলে বের হন। গ্রামের নারায়ণ পালের বাড়ির সামনে দিয়ে দুই নারীকে নিয়ে দুই যুবককে ভারত সীমান্তের দিকে যেতে দেখেন। এসময় তাদের চ্যালেঞ্জ করলে নারীরা জানান যে, তপন কুমার পাল তাদের ভারতে নিয়ে যাচ্ছেন। এসময় বিজিবি সদস্যরা তপনকে আটক এবং দুই নারীকে উদ্ধার করেন।'

উদ্ধারকৃত দুই নারী হলেন, খুলনা বটিয়াঘাটা উপজেলার দেউয়াতলা গ্রামের নিরব হোসেনের স্ত্রী সাবিনা খাতুন, যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের শাহাজান শিকদারের মেয়ে সাথী আক্তার।

আটক তপন কুমার পাল শার্শা উপজেলার জামতলা গ্রামের কেষ্টপদ পালের ছেলে। তার সহযোগী চৌগাছা উপজেলার গয়ড়া গ্রামের আহাদ আলীর ছেলে মৃণাল হোসেন ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে গেছে। 

অভিযুক্ত দালাল তপনসহ দুই নারীকে চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ডেইলি স্টারকে বলেন, 'দুই নারীকে ভারতে পাচারকালে এক দালালকে আটক করেছেন বিজিবি সদস্যরা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।'

 

Comments

The Daily Star  | English

Of Hilsa and its hunters

On the corner of a crowded and noisy floor, a bespectacled man was calling out bids for a basket of Hilsa fish. He repeated the prices quoted by traders in a loud, rhythmic tone: “1,400-1,420-1,450…”

14h ago