উৎসব সিনেমার যত রেকর্ড

উৎসব সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
উৎসব সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

এ বছরের ঈদুল আজহার দিন 'উৎসব' সিনেমাটি মুক্তি পেয়েছে। তার পর থেকে টানা চার সপ্তাহ ধরে এটি প্রদর্শিত হচ্ছে। দর্শকদের ভালোবাসায় উৎসব নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

গত বিশ দিনে মাল্টিপ্লেক্সে তিন কোটি টাকার টিকিট বিক্রি করেছে। এটিও একটি নতুন রেকর্ড। এছাড়া, দেশের বাইরেও টিকিট বিক্রির রেকর্ড গড়েছে সিনেমাটি।

তানিম নূর পরিচালিত উৎসব সিনেমার মধ্য দিয়ে অনেকদিন পর পারিবারিক গল্পের একটি সিনেমা দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে এটি ভালো অবস্থানে রয়েছে।

যত দিন যাচ্ছে ততই এর দর্শক বাড়ছে।

উৎসব সিনেমার অভিনয়শিল্পীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব আছেন। তারা উৎসব সিনেমার রেকর্ড গড়ায় অনলাইনে এক প্রকার উৎসব করছেন।

এই সিনেমায় অন্যান্যদের পাশাপাশি অভিনয় করেছেন দুই বাঙলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান

জয়া আহসান
জয়া আহসান। স্টার ফাইল ছবি

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'উৎসব সিনেমাটি দর্শকরা দারুণভাবে গ্রহণ করায় আমি সহ এই সিনেমার সবাই খুব খুশি। কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শকদের। তাদের প্রতি ভালোবাসা। এভাবেই দর্শকরা পাশে থাকবেন, ভালোবাসবেন আমাদের চলচ্চিত্রকে।'

এ মুহূর্তে ঢাকার বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে উৎসবের শো চলছে। বিশেষ করে ঢাকার মাল্টিপ্লেক্সগুলোতে দর্শক চাহিদা রয়েছে অনেক।

চতুর্থ সপ্তাহে এসে ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, যশোর, বগুড়া, পাবনাসহ বেশ কয়েকটি জেলায় এই সিনেমাটি মুক্তি পেয়েছে।

উৎসব সিনেমায় অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

ছবি: সংগৃহীত

এই অভিনেতা তার ভেরিফায়েড পেইজে লিখেছেন, 'অবিশ্বাস্য এক রেকর্ড ভাঙ্গার খেলায় মেতেছে 'উৎসব'! ক্যানাডা ও অ্যামেরিকার বক্স অফিসে রীতিমত ঝড় বইয়ে দিচ্ছে চলচ্চিত্রটি, প্রথম সপ্তাহ শেষে গ্রস কালেকশন ৯৩,০০০ ডলার বা ১ কোটি ১৩ লাখ টাকা!!!'

তিনি আরও লেখেন, 'উত্তর অ্যামেরিকায় বাংলাদেশের চলচ্চিত্রগুলোর প্রথম সপ্তাহের আয় হিসেবে, এটি এখন ২য় সর্বোচ্চ গ্রস,পেছনে পড়ে গেছে এর আগের ২য় সর্বোচ্চ "প্রিয়তমা"।'

চঞ্চল চৌধুরী বলেন, 'গল্প ভালো হলে দর্শকরা প্রেক্ষাগৃহে আসেন এটা আবারও প্রমাণ করল উৎসব। আমি মনে করি, ভালো গল্প, ভালো নির্মাণ এবং ভালো অভিনয়—এই তিনটার ফলে একটি সুন্দর সিনেমা হয়ে উঠে। যা উৎসব এর মধ্যে আছে। সিনেমাটি ভালো একটি রেকর্ড গড়েছে। এজন্য আমরা খুব খুশি।'

উৎসব মুক্তির ২০তম দিনে কেবলমাত্র মাল্টিপ্লেক্স থেকে বিক্রি হয়েছে তিন কোটি টাকার টিকিট। বিশ দিনে তিন কোটি টাকার টিকিট (মাল্টিপ্লেক্সগুলোতে) বিক্রিকে রেকর্ড হিসেবেই দেখছেন এই সিনেমা সংশ্লিষ্টরা।

নব্বই দশকের ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি উৎসব সিনেমায় অভিনয় করেছেন।

তিনি বলেন, 'যত দিন যাচ্ছে উৎসব সিনেমার ততই সুখবর শুনতে পাচ্ছি। এমন খবর সত্যিই আনন্দ দেয়, মন ভালো করে দেয়। প্রচুর দর্শকরা সিনেমাটি দেখছেন, এজন্য দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।'

afsana mimi.
আফসানা মিমি। ছবি: স্টার ফাইল ফটো

উৎসব সিনেমায় সবার দৃষ্টি কেড়েছে সাদিয়া আয়মান ও সৌম্য জ্যোতির অভিনয়। দুজনেই খুব প্রশংসা কুড়াচ্ছেন। সৌম্য জ্যোতি বলেন, 'কী বলব? সত্যিই মুগ্ধ আমি। অন্যরকম ভালো লাগা কাজ করছে। দারুণ ফিলিংস কাজ করছে। হলে হলে গিয়ে যেরকম ভালোবাসা পাচ্ছি তা ভুলবার নয়।'

এই সিনেমায় অভিনয় করেছেন গুণী অভিনেতা তারিক আনাম খান

তারিক আনাম খান
তারিক আনাম খান। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

তিনি বলেন, 'উৎসব সিনেমাটি দেখলে অস্থির সময়ে সবার মন ভালো হয়ে যাবে। যারা সিনেমাটি দেখেছেন, হাসি মুখে হল থেকে বের হয়েছেন। বড় কথা হচ্ছে, উৎসব দর্শক টানতে পারছে।'

উল্লেখ্য, মুক্তির চতুর্থ সপ্তাহে এসে উৎসব রাজধানী ও ঢাকার বাইরে ১৭টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। এখন দেখা যাক, ঈদের সিনেমার মধ্যে উৎসবকে ছাড়িয়ে অন্য কোনো সিনেমা নতুন রেকর্ড গড়তে পারে কি না!

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

‘Seize the moment to anchor democracy’

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

6h ago