বাংলাদেশে চালু হলো গুগল পে, যেভাবে ব্যবহার করবেন

গুগল পে সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ছবি: প্রথম আলোর সৌজন্যে

নিরবচ্ছিন্ন ডিজিটাল লেনদেনে বাংলাদেশে চালু হয়েছে গুগল পে। সিটি ব্যাংক, গুগল, মাস্টারকার্ড ও ভিসা যৌথভাবে বাংলাদেশে এই সেবা চালু করল।

আজ মঙ্গলবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে গুগল পে উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

প্রাথমিকভাবে কেবলমাত্র সিটি ব্যাংকের গ্রাহকরা গুগল পে পেমেন্ট ব্যবহার করার জন্য গুগল ওয়ালেটে তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড যুক্ত করতে পারবেন।

পরবর্তীতে অন্যান্য ব্যাংকের কার্ডও এই সেবার আওতায় আসবে। গুগল পে ব্যবহার করে দেশে বা বিদেশে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ট্যাপ করেই দ্রুত ও নিরাপদ লেনদেন করা যাবে। এর জন্য লাগবে কেবল একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, গুগল পে অ্যাপ এবং বর্তমানে কেবল সিটি ব্যাংক কার্ড।

লেনদেন সহজ করার জন্য গুগল ব্যবহারকারীদের কাছ থেকে কোনো চার্জ নেবে না।

এই শিল্পের অভ্যন্তরীণরা মনে করছেন, বাংলাদেশের প্রায় ৯৫ শতাংশ স্মার্টফোন অ্যান্ড্রয়েড চালিত হওয়ায় ডিজিটাল লেনদেনে গুগল পে বেশ সহজলভ্য হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, 'বাংলাদেশে গুগল পে-কে স্বাগত জানাই। আমার বিশ্বাস, গুগল পে বিনিয়োগকারীদের জন্য একটি নির্ভরযোগ্য প্লাটফর্ম হবে।'

তিনি বলেন, 'এটা একটা ভুল ধারণা যে এটা ব্যবহার করে বিদেশিরা কেবল দেশ থেকে অর্থ নিয়ে যাবে। আমি এই দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত না।'

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন বলেন, 'এই অংশীদারিত্ব বাংলাদেশে একটি দূরদর্শী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলবে। আমাদের গ্রাহকদের কাছে এই উদ্ভাবনী পরিষেবা পৌঁছে দিতে পেরে সিটি ব্যাংক গর্বিত।'

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ।

যেভাবে ব্যবহার করবেন গুগল পে

গুগল পে নামে পরিচিত গুগল ওয়ালেট কন্টাক্টলেস লেনদেনে সহায়ক। প্ল্যাটফর্মটিতে 'ট্যাপ টু পে' ফাংশন রয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা সরাসরি কার্ড ব্যবহার না করেই লেনদেন করতে পারে, যা পেমেন্টকে আরও সহজ করে।

যা লাগবে

গুগল ওয়ালেটের 'ট্যাপ টু পে' ফিচারটি ব্যবহার করতে মোবাইলে 'নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি' থাকতে হবে। সাধারণত Settings > Connected devices > Connection preferences অপশন থেকে এনএফসি পাওয়া যাবে।

পেমেন্ট এমন দেশ থেকে ইস্যু করতে হবে যেখানে গুগল ওয়ালেট সমর্থন করে। কন্টাক্টলেস লেনদেনের জন্য এটি ব্যবহার করতে গুগল ওয়ালেটকে ডিভাইসে ডিফল্ট পেমেন্ট অ্যাপ হিসেবে সেট করতে হবে।

গুগল ওয়ালেটে 'ট্যাপ টু পে' সেটআপ

  • গুগল ওয়ালেট খুলুন: আপনার ফোনে গুগল ওয়ালেট অ্যাপ চালু করুন।
  • পেমেন্ট সেটআপ অ্যাক্সেস করুন: উপরের ডানদিকের কোণায় আপনার প্রোফাইল ছবি বা অ্যাকাউন্ট আইকনে ট্যাপ করুন। তারপর পেমেন্ট সেটআপ নির্বাচন করুন।
  • এনএফসি চালু করুন: পূর্ববর্তী নির্দেশাবলী অনুসরণ করে এটা নিশ্চিত করতে হবে যে মোবাইলে এনএফসি চালু আছে।
  • গুগল ওয়ালেটকে ডিফল্ট পেমেন্ট অ্যাপ করুন: মোবাইলের ফোন সেটিংসে কন্টাক্টলেস পেমেন্টের জন্য গুগল ওয়ালেটকে ডিফল্ট পেমেন্ট অ্যাপ হিসেবে সেট করতে হবে।
  • কন্টাক্টলেস পেমেন্ট পদ্ধতি যোগ করুন: একটি ক্রেডিট বা ডেবিট কার্ড যোগ করতে হবে।
  • গুগল ওয়ালেটে কার্ডের ব্যাল্যান্স দেখা: গুগল ওয়ালেট অ্যাপে যুক্ত করা কার্ডের উপরে যদি কোনো ম্যাসেজ না থাকে তাহলে সেটি ব্যবহারের জন্য প্রস্তুত। যদি কোনো ম্যাসেজ থাকে তাহলে সেখানে যা করতে বলা হচ্ছে, সেগুলো পূরণ করতে হবে। সেখানে ম্যাসেজ থাকতে পারে যে, কার্ড সেটআপ হয়নি বা এনএফসি চালু করুন। যদি কার্ড সাসপেন্ড করা হয়, সেক্ষেত্রে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে।
  • স্ক্রিনলক সেটআপ: মোবাইলের স্ক্রিনলক (যেমন: পিন, প্যাটার্ন, ফিঙ্গারপ্রিন্ট) নিশ্চিত করতে হবে। পেমেন্ট নিরাপদ করতে এটা খুবই জরুরি।

গুগল ওয়ালেট দিয়ে লেনদেন

মোবাইল আনলক: প্রথমেই পিন, প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মোবাইল ফোনটি আনলক করে নিতে হবে। অবশ্য, গুগলের নির্দেশনা অনুযায়ী, গুগল ওয়ালেট অ্যাপ খোলার বা পেমেন্ট রিডারের সামনে মোবাইল ধরার আগে ফোন আনলক করার প্রয়োজন নাও হতে পারে। তবে লেনদেনটি যাচাই করে দিতে হবে। ফোল্ডেবল মোবাইলে ট্যাপ টু পে ব্যবহার করার জন্য সেটি খুলতে হবে।

  • পেমেন্ট রিডার: কন্ট্যাক্টলেস পেমেন্ট রিডারের কাছে মোবাইল ফোনের পিছনের অংশটি ধরলে লেনদেনটি যাচাই করতে বলবে।
  • পেমেন্ট: যাচাই করে দেওয়ার পর লেনদেন সফল হলে মোবাইলের স্ক্রিনে নীল চেক চিহ্ন দেখা যাবে।

Comments

The Daily Star  | English

Govt at it again, plans to promote retirees

"A list of around 400 retired officials is currently under review though it remains unclear how many of them will eventually be promoted"

9h ago