বীমা সুবিধা নিয়ে দেশে ‘অ্যাসুরেন্স ক্রেডিট কার্ড’ আনল স্ট্যান্ডার্ড চার্টার্ড

মেটলাইফ, মাস্টারকার্ড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ক্রেডিট কার্ড,
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘অ্যাসুরেন্স ক্রেডিট কার্ড’ উন্মোচন করেন ৩ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

মেটলাইফ ও মাস্টারকার্ডের সহযোগিতায় দেশে 'অ্যাসুরেন্স ক্রেডিট কার্ড' চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।

এই ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা প্রতিদিনের ব্যবহারের পাশাপাশি ইনস্যুরেন্স সুবিধা উপভোগ করতে পারবেন।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে 'অ্যাসুরেন্স ক্রেডিট কার্ড' কার্ডটি উন্মোচন করেন ৩ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

এ সময় তারা দাবি করেন, এটি বাংলাদেশে প্রথমবারের মতো ইনস্যুরেন্স সুবিধাসমৃদ্ধ উদ্যোগ।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের এই মাধ্যমে কার্ডহোল্ডাররা ইনস্যুরেন্স প্রিমিয়াম ছাড়াই মেটলাইফের হেলথ ও লাইফ ইনস্যুরেন্স প্ল্যানের বিভিন্ন সুবিধা পাবেন। প্রথম বছরে কোনো প্রকার বার্ষিক ফি ছাড়াই অ্যাসুরেন্স কার্ডটি ব্যবহার করা যাবে।

কার্ডহোল্ডাররা চিকিৎসা ও স্বাস্থ্যসেবার পাশাপাশি মৃত্যু ও অন্যান্য স্বাস্থ্য জটিলতায় ৫ লাখ টাকা পর্যন্ত ইনস্যুরেন্স কভারেজ পাবেন।

এছাড়া, হাসপাতালে থাকার ক্ষেত্রে প্রতিদিন ৩ হাজার টাকা পর্যন্ত ইনস্যুরেন্স কভারেজ দেবে কার্ডটি। দেশব্যাপী নির্দিষ্ট কিছু স্বাস্থ্যকেন্দ্রে এই কার্ডটি ব্যবহারে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে বলেন জানান তারা।

আরও থাকছে বিনামূল্যে প্রায়োরিটি পাস, বিমানবন্দর লাউঞ্জ এবং বিভিন্ন রেস্তোরাঁয় 'একটি কিনলে একটি ফ্রি' অফারসহ অন্যান্য সুবিধা উপভোগের সুযোগ।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, 'স্ট্যান্ডার্ড চার্টার্ড সবসময় ক্লায়েন্টদের জীবনমান উন্নত করতে এবং ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিতে সাহায্য করে থাকে। এই অ্যাসুরেন্স কার্ডটি ব্যবহারে ক্লায়েন্টরা ডিজিটাল লেনদেনের মাধ্যমে ডাক্তার দেখানো, হাসপাতালের খরচ, জীবনবীমা সুবিধা পাবেন এবং নিরাপদ ও দুশ্চিন্তামুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবেন। দেশের প্রথম বীমা-সমর্থিত ক্রেডিট কার্ড চালুর মাধ্যমে ক্লায়েন্টদের বিপৎকালীন মুহূর্তে সাহায্যে নিশ্চয়তা দিতে পেরে আমরা গর্বিত।'

তিনি আরও বলেন, 'এর মাধ্যমে আরও একবার প্রমাণ হলো যে, ক্যাশলেস বাংলাদেশ গড়ার এখনই উপযুক্ত সময়। আমাদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের ক্রেডিট কার্ডটি চালু করার জন্য আমি মেটলাইফ এবং মাস্টারকার্ডকে ধন্যবাদ জানাতে চাই।'

মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমেদ বলেন, 'এই উদ্ভাবনী ক্রেডিট কার্ডটি চালু করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং মাস্টারকার্ডের সহযোগিতা পেয়ে আমরা আনন্দিত। মেটলাইফের বিশ্বমানের ইনস্যুরেন্স সুরক্ষা কার্ডহোল্ডারদের বিভিন্ন ক্ষেত্রে দুশ্চিন্তামুক্ত থাকতে সাহায্য করবে, আত্মবিশ্বাস জোগাবে এবং একইসঙ্গে বিভিন্ন সুবিধা উপভোগের সুযোগ প্রদান করবে।'

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, 'স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং মেটলাইফ অ্যাসুরেন্স ক্রেডিট কার্ড চালুর মাধ্যমে কার্ডহোল্ডারদের জন্য সেরা সুবিধা নিশ্চিতে মাস্টারকার্ডের প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে। কার্ডে দীর্ঘমেয়াদী স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে কার্ডহোল্ডারদের জন্য বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে। মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের চাহিদা পূরণের মাধ্যমে সবার পছন্দের শীর্ষে পৌঁছাতে আশাবাদী।'

দীর্ঘ ১১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বহুজাতিক সামাজিক উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। টেকসই ও সমতার আদর্শকে কেন্দ্রে রেখে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ২০২২ সালে ২৫টিরও বেশি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেয়েছে।

মেটলাইফ বাংলাদেশের সর্ববৃহৎ জীবন বীমাকারী প্রতিষ্ঠান। মেটলাইফ প্রচলিত ও উদ্ভাবনী পণ্যের মিশ্রণে বিভিন্ন আর্থিক সুরক্ষা প্রদান করে। যেমন- পার্সোনাল ও গ্রুপ জীবন বীমা পলিসি, পেনশন স্কিম, শিশুদের শিক্ষা পলিসি, সঞ্চয় স্কিম, গুরুতর অসুস্থতা বীমা এবং দুর্ঘটনা ও স্বাস্থ্য পণ্য ইত্যাদি।

পেমেন্ট শিল্পে মাস্টারকার্ড একটি বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান। মাস্টারকার্ড অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতিকে সংযুক্ত করে। যা লেনদেনকে নিরাপদ, সহজ, স্মার্ট ও অ্যাক্সেসযোগ্য করে।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The Inspector General of Police (IGP) has issued a comprehensive new dress code titled Police Dress Rules, 2025, detailing rank-wise uniforms and accessories for all Bangladesh Police members.

5h ago