পুষ্পাতে ১০ কোটি, তারপর কমেছে রাশমিকার পারিশ্রমিক

রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্রে কয়েক বছর ধরে বলিউডকে পাশ কাটিয়ে রাজত্ব করছে দক্ষিণ ভারতীয় সিনেমা। এ কারণে কয়েকজন দক্ষিণী অভিনয়শিল্পীর নামের সঙ্গে যোগ হয়েছে 'প্যান ইন্ডিয়া' তারকাখ্যাতি। রাশমিকা মান্দানা তাদেরই একজন। 'অ্যানিমাল' ও 'পুষ্পা ২' সিনেমাতে অভিনয়ের পর তার জনপ্রিয়তা বেড়েছে অনেক গুণ।

'পুষ্পা ২' সিনেমাতে অভিনয়ের জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু তারপরের সিনেমাগুলোতে কম পারিশ্রমিক নিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।

পুষ্পার পর পারিশ্রমিক কমিয়েছেন রাশমিকা!

পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, 'পুষ্পা ২' সিনেমাতে রাশমিকা মন্দানা পেয়েছিলেন ১০ কোটি রুপির বিশাল পারিশ্রমিক। এর মাধ্যমে তিনি দক্ষিণ ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হয়ে ওঠেন। সিনেমাটি বক্স-অফিসে দুর্দান্ত সাফল্য পায় এবং রাশমিকার ক্যারিয়ারেও বড় মাইলফলক হয়ে ওঠে।

তবে এরপর তার পারিশ্রমিক উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

সিয়াসাতের প্রতিবেদনে বলা হয়েছে, ভিকি কৌশলের বিপরীতে 'ছাভা' সিনেমার জন্য রাশমিকা নিয়েছেন ৪ কোটি রুপি। এরপর সালমান খানের সঙ্গে 'সিকান্দর' সিনেমাতে তার পারিশ্রমিক ছিল ৫ কোটি রুপি।

ফিল্মবিট বলছে, সর্বশেষ মুক্তি পাওয়া 'কুবেরা' সিনেমার তিনি নিয়েছেন ৪ কোটি রুপি।

ফলে এটি অনলাইন দুনিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন—কেন এমন হলো? কী কারণে তার পারিশ্রমিক কমল?

'কুবেরা' সিনেমাতে রাশমিকা

তিনি 'কুবেরা' সিনেমাতে অভিনয় করেছেন 'সমীরা' চরিত্রে। এটি পরিচালনা করেছেন শেখর কাম্মুলা। সিনেমাটি মুক্তি পেয়েছে ২০ জুন। এতে রাশমিকার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের দুই বড় তারকা—ধানুশ ও নাগার্জুনা।

সিনেমাটি মুক্তির পর দর্শকের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে। বিশেষ করে ধানুশের চরিত্রটি প্রশংসা কুড়িয়েছে। সিনেমার বক্স-অফিস পারফরম্যান্সও ইতিবাচক বলেই মনে হচ্ছে।

রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

রাশমিকা মান্দানার আগামী সিনেমা

রাশমিকার হাতে আছে বেশ কিছু নতুন প্রকল্প। তিনি দক্ষিণ ভারতীয় সিনেমার পাশাপাশি হিন্দি সিনেমাতেও কাজ করছেন। তার পরবর্তী কাজের মধ্যে আছে—আয়ুষ্মান খুরানার বিপরীতে থামা।

এছাড়াও তিনি দ্য গার্লফ্রেন্ড ও ককটেল ২ সিনেমাতে কাজ করবেন। গুঞ্জন আছে পরিচালক রাহুল সঙ্কৃত্যায়নের আগামী সিনেমাতে আবারও জুটি বাঁধবেন বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে। যদিও এই খবর এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

Comments

The Daily Star  | English

Chhatra Dal blocks Shahbagh protesting mobs, academic disruption

JCD leaders and activists began gathering at Nayapaltan area earlier in the afternoon

32m ago