৩ দিনে ৫৫০ কোটি রুপি আয় করল ‘পুষ্পা ২’

পুষ্পা ২: দ্য রুল, পুষ্পা ২, আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, বলিউড,
আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত 'পুষ্পা ২: দ্য রুল' বক্সঅফিস রেকর্ড গড়ে চলেছে এবং ইতোমধ্যে অনেক রেকর্ড ভেঙেছে। সুকুমার পরিচালিত অ্যাকশন ড্রামা সিনেমাটি ২০২১ সালের ব্লকবাস্টার 'পুষ্পা: দ্য রাইজ' এর সিকুয়েল। ভারতীয় সংবাদমাধ্যম মিন্টের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির তৃতীয় দিনে সিনেমাটি বিশ্বব্যাপী ৫৫০ কোটি রুপির বেশি আয় করেছে।

তৃতীয় দিনে চলচ্চিত্রটির আয় বেড়েছে এবং পুরো ভারতে তৃতীয় দিনে প্রায় ১১৫ কোটি রুপি আয় করেছে বলে জানিয়েছে মিন্ট।

পুষ্পা ২ ইন্ডিয়া বক্স অফিস কালেকশন

সেকনিলকের বরাত দিয়ে মিন্ট জানিয়েছে, প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে ৪৫ শতাংশের বেশি আয় কমলে তৃতীয় দিনে আবার ২২ শতাংশ বেড়েছে। তৃতীয় দিনে সিনেমাটি ভারতের সব ভাষায় ১১৫ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে তেলেগুতে ৩১ কোটি ৫ লাখ রুপি, হিন্দিতে ৭৩ কোটি ৫ লাখ রুপি, তামিল ভাষায় ৭ কোটি ৫ রাখ রুপি, কন্নড় ভাষায় ৮০ লাখ এবং মালায়ালাম ভাষায় ১ কোটি ৭০ লাভ রুপি আয় করেছে।

ভারতে চতুর্থ দিনের সংগ্রহ

মুক্তির চতুর্থ দিনে এসে ভারতে সিনেমাটির মোট সংগ্রহ প্রায় ৩৯৮ কোটি ৭৭ লাখ রুপিতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বব্যাপী আয়

সেকনিলক ডন কমের তথ্য অনুযায়ী, সিনেমাটি দ্বিতীয় দিনেই বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপির গণ্ডি পেরিয়েছে। এর আগে প্রথম দিনে ২০০ কোটির ক্লাবে ঢুকে ২৯৪ কোটি রুপি আয় করে 'পুষ্পা ২'। তৃতীয় দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৫৫০ কোটি রুপি ছাড়িয়ে যায়।

মাত্র দুই দিনে প্রথম পর্বকে টেক্কা

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালান এক্সে (সাবেক টুইটার) বলেন, 'পুষ্পা ২' মাত্র দুই দিনেই প্রথম পর্বকে টপকে গেছে। সেকনিলক ডন কম বলছে, চলচ্চিত্রটির প্রথম পর্বের বিশ্বব্যাপী মোট সংগ্রহ ছিল ৩৫০ কোটি ১০ লাখ কোটি রুপি।

'পুষ্পা ২' এর রেকর্ড

নির্মাতাদের বরাত দিয়ে মাইথ্রি মুভি জানিয়েছে, আল্লু অর্জুন অভিনীত এই সিনেমাটি ভারতীয় সিনেমার ইতিহাসে মুক্তির দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে। এটি ভারতে আরআরআরের প্রথম দিনের ১৬৫ কোটি রুপির আয়কে ছাড়িয়ে গেছে।

সিনেমাটি মুক্তির দিনে দুটি ভাষায় রেকর্ড ৫০ কোটি রুপিসহ ২০০ কোটি রুপি সংগ্রহ করে শীর্ষে উঠে আসে। শুরুর দিনে সিনেমাটি তেলেগুতে ৯৫ কোটি ১০ লাখ রুপি এবং হিন্দিতে ৬৭ কোটি রুপি আয় করে।

পরিচালক সুকুমারের অন্যান্য সিনেমার চেয়ে উদ্বোধনী দিনে সর্বোচ্চ আয়েরও রেকর্ড গড়েছে 'পুষ্পা ২'।

এদিকে আল্লু অর্জুন শনিবার 'পুষ্পা ২' দেখার জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন।

দুর্ঘটনাকে 'দুর্ভাগ্যজনক' বললেন আল্লু অর্জুন

শনিবার নির্মাতারা একটি অনুষ্ঠানের আয়োজন করেন। তখন গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক ভক্তের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আল্লু অর্জুন বলেন, 'সন্ধ্যা প্রেক্ষাগৃহে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি হতবাক। আমি বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। তাই এ ঘটনার প্রতিক্রিয়া জানাতে আমার কয়েক ঘণ্টা সময় লেগেছিল। আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। স্বাভাবিক হতে আমার প্রায় ১০ ঘণ্টা সময় লেগেছিল। সুকুমার স্যারও ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন। আমি ব্যক্তিগতভাবে পরে তাদের সঙ্গে দেখা করব। আমরা তাদের পাশে থাকব এবং তার পরিবারকে সহায়তার চেষ্টা করব।'

Comments

The Daily Star  | English

NGO funding: Bangladesh needs to look for new sources

Bangladesh needs to look for alternative funding sources to keep the activities of NGOs that support the marginalised communities as foreign aid for the development sector continues to shrink, experts said.

10h ago