তৃতীয় সপ্তাহ শেষে কত আয় করল আল্লু অর্জুনের পুষ্পা

আল্লু অর্জুন, পুষ্পা ২, বলিউড, রাশমিকা মান্দানা,
আল্লু অর্জুন। ছবি:সংগৃহীত

মুক্তির পর থেকে বক্সঅফিস মাতাচ্ছে আল্লু অর্জুনের 'পুষ্পা ২'। সিনেমাটি মুক্তির ১৭তম দিন মানে, তৃতীয় সপ্তাহে প্রবেশ করার সাথে সাথে ভারতে আয় দাঁড়িয়েছে এক হাজার চার কোটি নয় লাখ রুপি। এছাড়া বিশ্বজুড়ে সিনেমাটির আয় দাঁড়িয়েছে এক হাজার ৫১০ কোটি রুপির বেশি।

বক্সঅফিসে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সিনেমাটি সর্বকালের বেশি আয় করা চলচ্চিত্র হয়ে উঠেছে। ভারতে দ্রুততম সময়ে ছয়শ কোটি রুপি আয় করার রেকর্ড গড়েছে 'পুষ্পা ২'।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিলকের তথ্য অনুযায়ী, তৃতীয় সপ্তাহে এসে বক্সঅফিসে 'পুষ্পা ২' সিনেমার আয় ৭৪ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। তৃতীয় শনিবারে ২৫ কোটি রুপি আয় করেছে রাশমিকার সিনেমাটি। সিনেমাটিরে হিন্দি সংস্করণ আয় করেছে ২০ কোটি রুপি ও তেলেগু সংস্করণ আয় করেছে চার কোটি ৩৫ লাখ রুপি। শনিবার মালয়ালম, তামিল ও কন্নড় ভাষার সংস্করণে তেমন আয় করতে পারেনি 'পুষ্পা ২'।

সম্প্রতি, বুকমাইশো-এর সিওও আশিস সাকসেনা বলেছেন, তাদের প্ল্যাটফর্মে 'পুষ্পা ২' ১৫ মিলিয়নের বেশি টিকিট বিক্রি করেছে। এক বিবৃতিতে তিনি বলেন, 'পুষ্পা ২: দ্য রুল' রেকর্ড ভেঙে দিচ্ছে, বুকমাইশোতে দেড় কোটিরও বেশি টিকিট বিক্রি হয়েছে, যা প্যান-ইন্ডিয়া চলচ্চিত্রের জন্য নতুন রেকর্ড।

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

47m ago