বিদেশি প্রতিষ্ঠানকে বন্দরের কাজ দেওয়ার বিরুদ্ধে রিটের শুনানি পেছাল

supreme-court.jpg
সুপ্রিম কোর্ট ভবন। স্টার ফাইল ছবি

নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনের শুনানি আগামী ২২ জুন পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজুল হোসেনের হাইকোর্ট বেঞ্চে আজ ওই আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান যুক্তিতর্ক উপস্থাপনে প্রস্তুতির জন্য সময় চাইলে আদালত এই আদেশ দেন।

বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরাম গত ২০ মার্চ হাইকোর্টে রিট আবেদনটি দাখিল করে। আবেদনে কনটেইনার টার্মিনাল হ্যান্ডলিং অপারেটর নিয়োগের আগে ন্যায্য ও প্রতিযোগিতামূলক উন্মুক্ত দরপত্র নিশ্চিত করতে নির্দেশনা চাওয়া হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তাকে রিটের বিবাদী করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী আহসানুল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, বন্দর কর্তৃক কনটেইনার হ্যান্ডলিং অপারেশনের জন্য শতভাগ বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে কোনো উন্মুক্ত দরপত্র ছাড়াই কাজ দেওয়া বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আইন, ২০১৫ এবং পিপিপি প্রকল্প বাস্তবায়নের নীতি, ২০১৭-এর লঙ্ঘন।

তিনি বলেন, পূর্ববর্তী সরকার ২০১৯ সালে কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং বর্তমান সরকার অসমাপ্ত সেই কাজ সম্পন্ন করার প্রক্রিয়া শুরু করেছে।

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

21h ago