বিক্ষোভে নবম দিনের মতো তালাবদ্ধ নগর ভবন

ছবি: ফিরোজ রহমান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সব কার্যক্রম আজ নবম দিনের মতো বন্ধ আছে। সকালেও ভবনটি তালাবদ্ধ ছিল।

ডিএসসিসির একাধিক কর্মকর্তা জানান, তারা অফিসে এসেছিলেন কিন্তু গেইট তালাবদ্ধ থাকায় ফিরে যেতে বাধ্য হন।

ডিএসসসির জনসংযোগ কর্মকর্তা রাসেল রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত কয়েক দিনের মতো আজও নগর ভবন বন্ধ রয়েছে। ফলে নিয়মিত কাজকর্ম স্থগিত রয়েছে।'

এদিকে, ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর দাবিতে ডিএসসিসির বিভিন্ন বিভাগের কর্মচারী এবং তার সমর্থকরা সকালে নগর ভবনের সামনে বিক্ষোভ করেন।

ডিএসসিসি শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফ চৌধুরী বলেন, গত ১৭ মে থেকে নগর ভবনের সব নাগরিক সেবা বন্ধ আছে এবং পরিস্থিতি একই আছে।

গত ১৪ মে থেকে বিক্ষোভ চলছে।

নগর ভবনের মধ্যে অবস্থিত স্থানীয় সরকার বিভাগ অফিস ১৫ মে থেকে বন্ধ রয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া তখন থেকে অফিসে আসতে পারছেন না বলে জানা গেছে।

Comments

The Daily Star  | English
govt employees punishment rule

Govt employees can now be punished for infractions within 14 working days

Law ministry issues ordinance amending the Public Service Act, 2018

4h ago