নগর ভবনের সামনে কাল আবার ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচি

নগর ভবনের সামনে ইশরাক হোসেনের সমর্থকদের অস্থায়ী মঞ্চ। ছবি: স্টার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের দাবিতে আগামীকাল মঙ্গলবার নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন ইশরাক সমর্থকরা।

একই দাবিতে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ শেষে আজ সোমবার বিকেলে এ ঘোষণা দেন তারা।

ইশরাক সমর্থকরা জানান, তারা মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিএসসিসি কার্যালয় নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।

'ঢাকাবাসী' ব্যানারে বিক্ষোভকারীদের পক্ষে মশিউর রহমান বলেন, 'আগামীকালের মধ্যে যদি আমাদের দাবি পূরণ না হয়, তাহলে সরকারকে এর পরিণতি ভোগ করতে হবে। সরকারকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।'

তিনি নগরবাসীর দাবির প্রতি সরকারের উদাসীনতার তীব্র নিন্দা জানান এবং মনোভাবের সমালোচনা করেন। 

একইসঙ্গে তিনি ইশরাক হোসেনকে নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্যের তীব্র বিরোধিতা করেন।

গত ১৪ মে ইশরাক হোসেনকে মেয়র পদে নিয়োগের দাবিতে নগর ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তার সমর্থকরা। 

এরপর, 'ঢাকাবাসী' ব্যানারে বৃহস্পতিবার থেকে টানা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে ঘোষণা করেন। 

আদালতের রায়ের পর নির্বাচন কমিশন ২৭ এপ্রিল একটি গেজেট প্রকাশ করে ইশরাককে আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে ঘোষণা করে।

কিন্তু, ইশরাকের শপথ গ্রহণ বা তাকে মেয়রের দায়িত্ব দেওয়ার জন্য সরকার এখনো কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা বিক্ষোভ করছেন।


 

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

15h ago