ফিলিস্তিনে ‘নিন্দনীয়’ কার্যক্রম, ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত যুক্তরাজ্যের

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি হাউস অব কমন্সে বক্তব্য রাখছেন। ছবি: এএফপি
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি হাউস অব কমন্সে বক্তব্য রাখছেন। ছবি: এএফপি

গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসনের পরিপ্রেক্ষিতে দেশটির সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। পাশাপাশি দেশটির রাষ্ট্রদূতকেও তলব করেছে লন্ডন।

গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের পার্লামেন্তের নিম্নকক্ষ হাউস অব কমন্সে দেওয়া এক বক্তব্যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই ঘোষণা দেন।

আজ বুধবার এএফপি এই তথ্য জানিয়েছে।

ডেভিড ল্যামি জানান, যুক্তরাজ্য ও ইসরায়েলের মধ্যে একটি নতুন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা আপাতত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে '২০৩০ দ্বিপাক্ষিক সম্পর্ক রোডম্যাপ' অনুযায়ী দুই দেশের সহযোগিতার বিষয়গুলো পর্যালোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ল্যামি বলেছেন, নেতানিয়াহু সরকারের সাম্প্রতিক কার্যকলাপ যুক্তরাজ্যকে এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে।

তিনি অভিযোগ করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার 'অপপ্রচার' চালিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযান সম্প্রসারণ করেছে, যা 'নিন্দনীয়'।  

গাজায় মানবিক সহায়তার ওপর আরোপিত অবরোধের বিষয়টি আলাদা করে তুলে ধরে ডেভিড ল্যামি বলেছেন, ইসরায়েলের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র দপ্তরে ডেকে জানানো হয়েছে, ত্রাণ সহায়তার পথ বন্ধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরো বলেছেন, গাজার পরিস্থিতি এখন 'অন্ধকারের একটি নতুন ধাপে' প্রবেশ করেছে।

মঙ্গলবার মাত্র ১০টিরও কম ত্রাণবাহী ট্রাক সেখানে প্রবেশ করতে পেরেছে, যা 'চরম লজ্জাজনক' বলে মন্তব্য করেন তিনি।

এই সময় তিনি জানান, পশ্চিম তীরে বসতি স্থাপনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুক্তরাজ্য তিন ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন তিনি।

গাজা সিটিতে জাতিসংঘের সংস্থার ভবনের সামনে ফিলিস্তিনি শিশু। ছবি: এএফপি
গাজা সিটিতে জাতিসংঘের সংস্থার ভবনের সামনে ফিলিস্তিনি শিশু। ছবি: এএফপি

ডেভিড ল্যামি বলেছেন, ইসরায়েল সরকারের কাজকর্ম ও বক্তব্য তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। যুক্তরাজ্যের পক্ষ থেকে সচেষ্ট থাকা সত্ত্বেও নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ড পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।

ইসরায়েলি জনগণের প্রতি বার্তা দিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজায় চলমান যুদ্ধ তাদের সরকারের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক নষ্ট করছে। অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, 'প্রধানমন্ত্রী নেতানিয়াহু, এখনই অবরোধ প্রত্যাহার করুন এবং মানবিক সহায়তা প্রবেশ করতে দিন।'

এদিকে যুক্তরাজ্যের সিদ্ধান্তের জবাবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, বাইরের কোনো চাপ ইসরায়েলকে তার অস্তিত্ব রক্ষার লড়াই ও নিরাপত্তা নিশ্চিত করার পথ থেকে সরাতে পারবে না।

তিনি আরো দাবি করেছেন, ডেভিড ল্যামির বক্তব্যের আগেই যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য আলোচনা খুব একটা অগ্রসর হয়নি। যুক্তরাজ্য যদি 'ইসরায়েল বিরোধী মনোভাব' ও অভ্যন্তরীণ রাজনৈতিক বিবেচনায় অর্থনৈতিক ক্ষতির দিকে এগিয়ে যেতে চায়, সেটি একান্তই তাদের নিজস্ব সিদ্ধান্ত—এমন মন্তব্য করেন তিনি।

ইসরায়েলের অবরোধের কারণে গত ১১ সপ্তাহ ধরে গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ আছে। দুর্ভিক্ষে থাকা গাজার ফিলিস্তিনিদের মধ্যে সবচেয়ে বেশি সংকটে আছে শিশুরা।

আজ মঙ্গলবার জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার জানান, গাজার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, জরুরি সহায়তা না পৌঁছালে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ১৪ হাজার শিশু মারা যেতে পারে

Comments

The Daily Star  | English

Can Bangladesh retain its foothold in US market?

As Bangladesh races against a July 9 deadline to secure a lower tariff regime with the United States, the stakes could not be higher.

12h ago