মিরপুর শ্যামল পল্লী বস্তিতে আগুন

রাজধানীর মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ রোববার রাত পৌনে ৮টার দিকে মিরপুর-১৩ এলাকার ওই বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্র দ্য ডেইলি স্টারকে জানায়, আগুনের খবর পেয়ে ৮টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
মিরপুর ফায়ার স্টেশনের ৩টি, কুর্মিটোলা ফায়ার স্টেশনের ২টি ও পল্লবী ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুণ নিয়ন্ত্রণে কাজ করছে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Comments