রমনা বটমূলে বোমা হামলা: মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড

ফাইল ছবি

২০০১ সালে রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় করা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় দিয়েছেন হাইকোর্ট।

রায়ে ২ আসামির যাবজ্জীবন ও ৯ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

আদেশে মোহাম্মদ তাজউদ্দিন ও শাহাদাত উল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

নিম্ন আদালতে তাজউদ্দিনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং শাহাদাত উল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।

আজকের রায়ে ১০ বছর কারাদণ্ডপ্রাপ্ত হলেন আকবর হোসেন ওরফে হেলালুদ্দিন, জাহাঙ্গীর আলম বদর, আবু বকর ওরফে সেলিম হাওলাদার, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই, আরিফ হাসান সুমন, আবু তাহের, সাব্বির ওরফে আব্দুল হান্নান এবং শওকত ওসমান।

আকবর হোসেন, জাহাঙ্গীর আলম, আবু বকর, শফিকুর রহমান, আবদুল হাই ও আরিফ হাসান নিম্ন আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন।

আর আবু তাহের, সাব্বির, শওকত ওসমানকে নিম্ন আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন।

আদালত জানায়, এ মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি আব্দুল হান্নানের অপর এক মামলায় ইতোমধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

এছাড়া, নিম্ন আদালতে যাবজ্জীবনপ্রাপ্ত আব্দুর রউফ ও মাওলানা ইয়াহিয়া কারাগারে থাকাকালে মারা গেছেন।

গত ১৮ ফেব্রুয়ারি শুনানি শেষে আদালত জানান, রায় যেকোনো দিন দেওয়া হতে পারে।

২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণের দিন রাজধানীর রমনা বটমূলে ছায়ানট আয়োজিত অনুষ্ঠানে দুটি বোমা বিস্ফোরণ ঘটে।

বোমা হামলায় ১০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

এ ঘটনায় করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন ঢাকার একটি আদালত ৮ জনের মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন।

২০১৭ সালের ১৩ এপ্রিল কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে মুফতি আবদুল হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০০৪ সালের ২১ মে সিলেটে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা চালানোর দায়ে হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 

আজ রায়ের সময় আসামিপক্ষের পক্ষে আইনজীবী হিসেবে এসএম শাহজাহান ও মো. শিশির মনির এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি উপস্থিত ছিলেন।

 

Comments

The Daily Star  | English

Interest payments, subsidies soak up almost half of budget

Interest payments and subsidies have absorbed nearly half of Bangladesh’s total budget expenditure in the first seven months of the current fiscal year, underscoring growing fiscal stress and raising concerns over public finances.

1h ago