সোহানের নেতৃত্বে খেলবে ‘এ’ দল, লক্ষ্য জাতীয় দলের ঘাটতি পূরণ

Nurul Hasan Sohan
নুরুল হাসান সোহান। ছবি: বিসিবি

নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে স্রেফ জয় নয়, জাতীয় দলের ঘাটতির জায়গা পূরণের আলাদা লক্ষ্য নিয়ে খেলবে বাংলাদেশ 'এ' দল। সিলেটে সোমবার শুরু হতে যাওয়া সিরিজের প্রথম ম্যাচ দেখতে তাই জাতীয় দলের কোচ ফিল সিমন্সও আছেন সেখানে। প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলের অধিনায়ক করা হয়েছে কিপার ব্যাটার নুরুল হাসান সোহানকে।

নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ ও ৭ মে প্রথম দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ 'এ' দল। পাশের আউটার মাঠে ১০ মে খেলবে শেষ ম্যাচ। সিলেট ও ঢাকা মিলিয়ে এরপর আছে দুটি চারদিনের ম্যাচও।

এই দলের দায়িত্বে আছেন কোচ মিজানুর রহমান বাবুল। রোববার গণমাধ্যমের সামনে হাজির হয়ে তিনি জানালেন তাদের মূল ভাবনায় থাকবে জাতীয় দলের ঘাটতি পূরণ, 'জাতীয় দলের যে গ্যাপগুলো আছে সেগুলো পূরণ করা আমাদের লক্ষ্য। পাশাপাশি ভালো ক্রিকেট খেলে তো জিততেই চাইব। পাইপলাইন সমৃদ্ধ করাই আমাদের কাজ। কিছু খেলোয়াড় আমরা তৈরি রাখতে চাই জাতীয় দলের জন্য।'

অবশ্য পাইপলাইন বলা হলেও 'এ' দলের হয়ে খেলবেন প্রতিষ্ঠিত ক্রিকেটাররা। যাদের প্রত্যেকেরই আছে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা। দলের অধিনায়কত্ব করবেন নুরুল হাসান সোহান, যিনি সব সংস্করণেই দেশের হয়ে খেলেছেন। এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকতের মতন পুরনোরা আছেন। শরিফুল ইসলাম, ইবাদত হোসেনরা তো আছেনই। আন্তর্জাতিক ক্রিকেট না খেলা কোন খেলোয়াড় নেই সেখানে। সেদিক থেকে সফররত নিউজিল্যান্ড 'এ' দলে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা থাকা খেলোয়াড় আছেন হাতেগোনা।

সম্প্রতি শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে আলো ছড়ানো খেলোয়াড়দের ঠাঁই হয়েছে 'এ' দলে। এদের অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ হলেও এখান থেকেই বিকল্প খেলোয়াড় তৈরি রাখতে চায় বিসিবি। মিজানুর জানালেন, জাতীয় দলের প্রধান কোচ সিমন্সের নির্দেশনা থেকে জাতীয় দলের ভিত মজবুত করতে কাজ করতে চান তারা,  'উনি জাতীয় দলের প্রধান কোচ, তার অধীনেই আমরা যারা আছি তারা নির্দেশনা শুনব। তার দলটাকে সমৃদ্ধ করার জন্য আমরা নিচ থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার তা দিব। সবগুলো একটা ছাতার নিচেই থাকা উচিত। উনি এসেছেন উনাদের চাওয়া অনুযায়ী কাজের সুযোগ করে দেবেন।'

সোমবার থেকে শুরু এই সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

বাংলাদেশ 'এ' দল : পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাঈম হাসান, শামীম হোসেন পাটোয়ারি, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

Comments

The Daily Star  | English

Cyber Security Ordinance to be announced this week: law adviser

Nine sections have been scrapped from the Cyber Security Act 2023, he says

16m ago