কতটা ফিট আছেন তাসকিন-লিটন?

litton das and taskin ahmed

গোড়ালির চোটে মাঠের বাইরে থাকা তাসকিন আহমেদ চিকিৎসার জন্য আছেন যুক্তরাজ্যে। আঙুলের চোটে থাকা লিটন দাস পুনর্বাসন প্রক্রিয়া সেরে আছেন মাঠে ফেরার অপেক্ষায়। সামনে আছে দুটি টি-টোয়েন্টি সিরিজ। তাতে লিটনকে পাওয়া গেলেও তাসকিনকে নিয়ে আছে অনিশ্চয়তা।

অনেকদিন ধরেই গোড়ালির চোটে ভুগছিলেন তাসকিন। এবার ঢাকা প্রিমিয়ার লিগ খেলার সময় চোটের মাত্রা আরও বেড়ে যায়। স্বাভাবিকভাবেই খেলা থেকে বাইরে চলে যান তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে থাকতে পারেননি। এই সময় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে ডানহাতি পেসারকে পাঠানো হয় লন্ডনে।

লন্ডনে তাসকিনের সমস্যা নিয়ে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে। তার সঙ্গে থাকা বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী দ্য ডেইলি স্টারকে জানান তার সর্বশেষ অবস্থা, 'তাসকিনকে এখানে কয়েকজন বিশেষজ্ঞ দেখেছে, একটা স্ক্যান করা হয়েছে। এটার রিপোর্ট আসবে, এটা আমরা দেখব।'

অস্ত্রোপচার লাগবে কিনা এই প্রসঙ্গে তিনি বলেন, 'আপাতত না।' অস্ত্রোপচার না লাগলেও তাসকিনকে খেলানোর ব্যাপারে সতর্ক থাকবে বিসিবি। তাকে আরও কিছুদিন বিশ্রামে রাখা হতে পারে। তবে সেটার সিদ্ধান্ত আসবে আরও পরে, 'সেটা এই মুহূর্তে বলতে পারছি না। ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।'

এদিকে পিএসএল খেলতে গিয়ে আঙুলে চোট পেয়ে টুর্নামেন্ট শুরুর আগেই ফিরে আসেন লিটন দাস। তখন জানা গিয়েছিলো দুই সপ্তাহ লাগবে তার সেরে উঠতে। লিটনের চোটের হয়ে গেছে তিন সপ্তাহ। শনিবার নতুন করে এক্স-রে করে স্কিল অনুশীলন শুরুর পরিকল্পনা করার কথা তার। দেবাশীষ জানালেন ব্যথা না থাকলে লিটন পরবর্তী কার্যক্রম চালাতে পারবেন, 'ওর তো তিন-চার সপ্তাহ হয়ে গেছে। যেহেতু আনডিসপ্লেসড চিড় ছিলো তিন-চার সপ্তাহ পর ড্রিল শুরু করতে পারার কথা। তারপরও ব্যথার উপর নির্ভর করবে কতটুকু পারবে।'

শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৭ ও ১৯ মে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ। এরপর সেখান থেকে যাবে পাকিস্তান। ২৫ মে থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

Comments

The Daily Star  | English
students to block Shahbagh tonight in protest

Chhatra Dal blocks Shahbagh protesting mobs, academic disruption

JCD leaders and activists began gathering at Nayapaltan area earlier in the afternoon

Now