সালাউদ্দিনের মতে লিটন ‘খুব ভালো ট্যাকটিশিয়ান’

ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশের টি-টোয়েন্টি দলের স্থায়ী অধিনায়কত্ব পেয়েছেন লিটন কুমার দাস। আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। এর আগে নানান সময়ে ভারপ্রাপ্ত ভূমিকায় থাকা এই উইকেটরক্ষক-ব্যাটারের অধিনায়ক হিসেবে দারুণ সফল হওয়ার সম্ভাবনা দেখেন টাইগারদের সিনিয়র সহকারি কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ নেতৃত্বের নতুন অধ্যায় শুরু হবে লিটনের। রোববার মিরপুর শেরে  বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে হাজির হয়ে অধিনায়ক হিসেবে লিটনের শক্তি ও দুর্বলতা নিয়ে কথা বলেন সালাউদ্দিন, 'শক্তির জায়গা যদি বলেন, আমি বলব, সে খুব ভালো ট্যাকটিশিয়ান (কৌশলসম্পন্ন)। ফিল্ডিং সাজানো সম্পর্কে, বোলারের শক্তি সম্পর্কে তার ভালো আইডিয়া আছে। প্রতিপক্ষ নিয়ে সে খুব ভালো গেম অ্যানালিসিস করে। টি-টোয়েন্টিতে কীভাবে ফিল্ড সেটআপ করতে হয়, কীভাবে খেলাটা এগিয়ে নিতে হয়, কীভাবে ব্যাট করতে হয়, সেসব সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে। উইকেট বলেন, দল সামলানো বলেন, সব সম্পর্কে তার ধারণা ভালো। এটা তার শক্তি।'

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন লিটন। সেই সিরিজে দারুণ অধিনায়কত্ব করে দলকে জেতালেও ব্যাট হাতে রান পাননি। সালাউদ্দিনের মতে, এটা আবার একটা দুর্বলতা। তবে লিটন তা কাটিয়ে উঠবেন বলে কোচের বিশ্বাস, 'দুর্বলতা যদি বলেন, সে কিছুদিন রান করেনি। আপাতত এটা তার দুর্বলতা। আমি মনে করি, এটা থেকে বেরিয়ে আসবে।'

সালাউদ্দিনের মতে, গণমাধ্যমে কম কথা বলায় লিটন সম্পর্কে অনেকের ভুল ধারণা হয়। বাস্তবে তিনি ঠিক কাজটাই করেন, 'লিটনকে আমরা একটু অন্যভাবে দেখি, কথা কম বলে। যারা কাছ থেকে দেখে, তারা ভুল ধারণা করবে না। যে ভুল ধারণা সাকিবের বেলায় আপনাদের ছিল। মনে হয়, তারা অনেক কিছু করে না। আসলে লিডার হিসেবে যতটুকু করার তার চেয়ে বেশি করে।'

বাংলাদেশ দলের অধিনায়ক হওয়ার মতো চাপের কাজ পাওয়া ব্যক্তিকে সমর্থন দেওয়ার চিন্তা সালাউদ্দিনের, 'বাংলাদেশ দলের অধিনায়ক মানে পুরো দেশেরই অধিনায়ক, এটা আপনাদের মানতে হবে। আপনারা হয়তো অনেকে ওকে অপছন্দ করেন। বাংলাদেশ দলের অধিনায়কত্ব করাটা বাইরে থেকে সহজ মনে হলেও এটা সহজ কাজ না। এটা অনেক কঠিন কাজ। আমাদের সবাইকে সাপোর্ট করতে হবে।'

তিনি যোগ করেন, 'অধিনায়ক হিসেবে কৌশল ঠিক করা, দল চলানো সবই লিটনের ভালো। সে চেষ্টা করছে কীভাবে আগাতে হবে। একটা অধিনায়কই দলটা চালায়। আমরা যারা বাইরে আছি, বা যারা বোর্ডে আছেন আমরা দল চালাব না। দল চালাবে অধিনায়ক। তাকে সেই ফ্রিডমটা দিলে সে ভালো করবে। অধিনায়কত্ব যে করে তার উপর পুরো দেশের চাপ থাকে। তাকে সমর্থন দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। আপনারা যারা মনে করেন বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা সহজ তারা ভুল রাজ্যে আছেন।'

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

4h ago