সিলেটে বৃষ্টিতে চতুর্থ দিনের খেলা শুরু হতেও দেরি

সিলেট টেস্টে তৃতীয় দিনের প্রথম সেশন পুরোটাই ভেসে গিয়েছিলো বৃষ্টিতে। পুরো দিনে খেলা হয়েছিলো কেবল ৪৪ ওভার। চতুর্থ দিনেও বৃষ্টির দাপটে সময়মত খেলা শুরু হতে পারছে না।
রাতভর বৃষ্টির পর বুধবার সকালেও ঝিরিঝিরি বৃষ্টি হয় সিলেটে। তবে ৯টার পর থেকে রোদ উঠলে পরিস্থিতি হয় স্বাভাবিক। আগের রাতের বৃষ্টিতে তবু সময়মত দিনের খেলা শুরু হতে পারেনি। সকাল ১০টায় মাঠ পর্যবেক্ষণ করে বেলা ১১টায় দিনের খেলা শুরুর সিদ্ধান নেন আম্পায়াররা। নতুন সূচি অনুযায়ী দিনের খেলা শুরু হবে বেলা ১১টায়। প্রথম সেশন হবে দুপুর ১টা পর্যন্ত। লাঞ্চ বিরতির পর দ্বিতীয় সেশন হবে ১টা ৪০ থেকে ৩টা ৪০ পর্যন্ত। বিকেল ৪টা থেকে ৫টা ৪৫ পর্যন্ত হবে শেষ সেশনের খেলা।
সিলেট টেস্টের তৃতীয় দিনের পর ৬ উইকেটে হাতে নিয়ে ১১২ রানে এগিয়ে ছিলো বাংলাদেশ। আলোক স্বল্পতায় দিনের খেলা আগেভাগে শেষ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিলো ৪ উইকেটে ১৯৪ রান। বাংলাদেশ এই লিডটাকে তিনশোর কাছে নিয়ে যেতে চায়। আর সফরকারী জিম্বাবুয়ের আশা বাংলাদেশের লিড আটকে রাখতে দুইশোর নিচে।
Comments