টেস্টে দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বিসিবির নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু 

সিলেট টেস্টের চতুর্থ দিনেও দায়িত্ব পালন করতে মাঠে এসেছিলেন বিসিবি'র নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা মোঃ ইকরাম চৌধুরী। কে জানত এটাই তার জীবনের শেষ দিন। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনে ভেন্যুতে পেশাগত দায়িত্ব পালনকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস ডেইলি স্টারকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ইকরামকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সব ধরনের চিকিৎসা চেষ্টা করার পরেও ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি।

জয়দীপ বলেন, 'তিনি স্টেডিয়ামে ছিলেন। তিনি মারাত্মক হৃদরোগে আক্রান্ত হন এবং আমরা তাৎক্ষণিকভাবে তাকে আল হারামাইন হাসপাতালে নিয়ে যাই। তাকে প্রথমে সিসিইউ এবং পরে আইসিইউতে রাখা হয়। তাকে লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল, কিন্তু তাকে বাঁচানো যায়নি।'

ইকরাম ২০১৪ সাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি'র নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা হিসেবে কাজ শুরু করছেন। তার মৃত্যুতে হতবিহবল সহকর্মীরা। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাৎক্ষণিকভাবে শোক প্রকাশ করেছে  'সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা সমন্বয়ক ইকরাম চৌধুরী ইকরামের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোকাহত। 

সিলেটের একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক ইকরাম চৌধুরী ২০১৪ সাল থেকে বিসিবি'র নিরাপত্তা কমিটির সাথে কাজ করছিলেন। আজ  দায়িত্ব পালনকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং আল হারামাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স ৫০ বছর ছিল। 

বিসিবি ইকরাম চৌধুরীর পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছে।'

Comments

The Daily Star  | English

Yunus expresses satisfaction over reform talks progress

Conveyed optimism commission will be able to formulate national charter within expected timeframe

2h ago