সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন, রাকসু নির্বাচন কমিশন গঠন

রাকসু ভবন। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সামনে রেখে ছাত্র সংসদের সংশোধিত গঠনতন্ত্রের অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, গঠন করেছে নির্বাচন কমিশনও।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফিন্যান্স বিভাগের অধ্যাপক মো. আমজাদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠিত কমিশনে আরও আছেন অধ্যাপক মো. নিজাম উদ্দীন (সিন্ডিকেট সদস্য), অধ্যাপক এফ নজরুল ইসলাম (ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক), অধ্যাপক মোহা. এনামুল হক (পরিচালক, মানসিক স্বাস্থ্য কেন্দ্র), অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান (আইন বিভাগ), অধ্যাপক মো. আমিনুল হক (পরিসংখ্যান বিভাগ) ও অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ (নৃবিজ্ঞান বিভাগ)।

এর আগে ফেব্রুয়ারি মাসে রাকসু নির্বাচনের রোডম্যাপে বলা হয়, আগামী জুনের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে নির্বাচনের ভোট গ্রহণ হতে পারে।

সর্বশেষ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১৯৮৯ সালে।

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

Sources from the CA office confirmed that the meeting will take place at the State Guest House, Jamuna

1h ago