রাবির দ্বাদশ সমাবর্তনে অংশ নিতে রেজিস্ট্রেশনের সময় বাড়ল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তনে অংশ নিতে আগ্রহীদের রেজিস্ট্রেশনের জন্য আগামী ২৪ অক্টোবর পর্যন্ত সময় বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধ সমাবর্তনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দ্বাদশ সমাবর্তনে ২০১৬ থেকে ২০১৮ সালের স্নাতক, ২০১৭ থেকে ২০১৯ সালের স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম এবং ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে এমফিল, এমডি ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীরা রেজিস্ট্রেশন করতে পারবেন।
দ্বাদশ সমাবর্তন এবং রেজিস্ট্রেশন বিষয়ক বিস্তারিত তথ্য রাবির ওয়েবসাইট ru.ac.bd থেকে পাওয়া যাবে।
এর আগে ১৭ জুলাই ছিল রেজিস্ট্রেশনের শেষ তারিখ। সমাবর্তন হওয়ার কথা ছিল ২৮ নভেম্বর।
তারও আগে ২০২৩ সালে ১ নভেম্বর সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হলেও অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়।
Comments