লক্ষ্মীপুরে কৃষক দল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত, ভাঙচুর

সাইজ উদ্দিন দেওয়ান | ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সংঘর্ষে সাইজ উদ্দিন দেওয়ান (৪০) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ সোমবার দিবাগত রাতে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূইঁয়া দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের বেড়ি ও বাবুরহাটে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

সাইজ উদ্দিনের বাড়ি ওই ইউনিয়নের চরঘাষিয়া গ্রামে। গত তিন মাস আগে তিনি স্পেন থেকে দেশে আসেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলা কৃষক দলের সাবেক সদস্যসচিব জিএম শামীম ও উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।

সূত্র জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এর আগেও দুই দফায় সংঘর্ষে জড়িয়েছেন শামীম ও ফারুকের অনুসারীরা। এরপর ইউনিয়ন পর্যায়ের সব সংগঠন বিলুপ্ত করা হয়েছিল।

এদিন সংঘর্ষের পর শামীম ও ফারুককে এলাকায় দেখা যায়নি। যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

রায়পুর উপজেলা বিএনপি আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু ডেইলি স্টারকে বলেন, 'এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষ হয়। তিন মাস আগেও আধিপত্য নিয়ে সংঘর্ষের ঘটনায় আমরা ওই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যক্রম স্থগিত করেছি। এখন আবার সংঘর্ষে এক বিএনপি কর্মী মারা গেছেন।'

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অরুপ পাল ডেইলি স্টারকে বলেন, 'সোমবার সন্ধ্যা ৭টার দিকে সাইজ উদ্দিন দেওয়ান (৪০) নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।'

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. জামিলুল হক বলেন, 'সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং ১৫ জন আহত হওয়ার ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।'

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

3h ago