চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস খাদে, চালকের সহকারী নিহত

দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় যাত্রীবাহী দ্রুতগামী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে বাস চালকের সহকারী নিহত ও অন্তত ছয় যাত্রী আহত হয়েছেন।

এ ঘটনায় নিহত মোহাম্মদ করিম (৪৫) চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাসিমপুর এলাকার মো. হাসানের ছেলে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখ রঞ্জন চাকমা জানান, আজ শনিবার সকাল ১১টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রামগামী মিনিবাসটির চালক নিয়ন্ত্রণ হারান। ফলে বাসটি সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান বাজার এলাকার কাছে মহাসড়ক থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে থেকে আহত ছয় যাত্রী ও বাসের সহকারীকে উদ্ধার করে কেরানিহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসক মিনিবাসটির সহকারী মোহাম্মদ করিমকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, বাসের যাত্রীদের বরাতে জানা গেছে, চালক বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই তিনি নিয়ন্ত্রণ হারান।

পুলিশ বাসটি উদ্ধার করলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।

Comments