নাটকে জমবে এবারের ঈদ

ছবি: সংগৃহীত

ঈদ আসতে খুব বেশি দেরি নেই। ঈদকে ঘিরে টেলিভিশন চ্যানেলগুলো বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে আসছে অনেকদিন ধরে। তবে, নাটক বেশি হয়। এক ঘণ্টার নাটক, টেলিফিল্ম এবং সেই সঙ্গে সাত দিনের ধারাবাহিক প্রচার করে কোনো কোনো টিভি চ্যানেল। ঈদের নাটকের শুটিং চলছে এখন পুরোদমে। তারকা অভিনয়শিল্পীদের ব্যস্ততাও চোখে পড়ার মতো।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান এখন অনেক ব্যস্ত অভিনেতাদের একজন। তার দর্শকপ্রিয়তাও রয়েছে অনেক। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দারুণ একটা ইমেজ গড়ে তুলেছেন নতুন প্রজন্মের এই অভিনেতা। এবারের ঈদে তার অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচার হবে। 'বাজি' নামের একটি নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল।

তৌসিফ মাহবুব ছোটপর্দার প্রিয়মুখ। অনেক ব্যস্ত তিনি। তার ক্যারিয়ারে অসংখ্য নাটক প্রচার হয়েছে। অনেক নায়িকার বিপরীতে অভিনয় করেছেন। কবছর আগেই আগেই শক্ত অবস্থান গড়ে তুলেছেন তিনি। ঈদের সময় তার অভিনীত অনেক নাটক প্রচার হয়। এবার ঈদেও তার ব্যতিক্রম হবে না। এই ঈদে যেকজন তারকা অভিনয়শিল্পী ব্যস্ত সময় পার করছেন, তার মধ্যে তিনিও আছেন।

জোভান এখন অনেকটাই এগিয়ে আছেন অভিনয় দিয়ে। রোমান্টিক নাটক থেকে শুরু করে নানারকম গল্পে জোভানের দেখা মেলে টিভি পর্দায়। অনেক নায়িকার বিপরীতে তিনি অভিনয় করেছেন। মেহজাবীনের বিপরীতেও অনেক নাটকে অভিনয় করেছেন। এবারের ঈদেও মেহজাবীনের বিপরীতে একটি নাটকে দেখা যাবে তাকে। নাটকটির নাম 'বেস্ট ফ্রেন্ড ২.০'। এছাড়া, 'বান্টির বিয়ে' ও 'তুমি যাকে ভালোবাসো' নাটক দুটিতে তার বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল।

ইয়াশ রোহান নতুন প্রজন্মের একজন অভিনেতা। নাটক ও সিনেমা করে জনপ্রিয়তা পেয়েছেন। নাটকে ভালো একটা ইমেজ গড়ে উঠেছে তার। রোমান্টিক ও সিরিয়াস— দুই ধরনের নাটকেই দর্শকরা তাকে দেখে আসছেন। বিশেষ করে প্রেম ও ভালোবাসার নাটকে তার অভিনয় তুমুল প্রশংসা কুড়িয়েছে। ঈদের সময়ে এই অভিনেতার বেশকিছু নাটক প্রচার হয়ে থাকে। আসছে ঈদেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। এই ঈদে ইয়াশ রোহান অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচার হবে। একটি নাটকের নাম 'অবুঝ প্রেম'। এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতাহ আনান। বিপরীতে আছেন নাজনীন নীহা। কেয়া পায়েলের সঙ্গেও দুটি নাটকে অভিনয় করেছেন তিনি।

আরশ খান নতুন প্রজন্মের অভিনয়শিল্পী। তার অভিনীত কয়েকটি নাটক প্রচার হবে আসছে ঈদে। তিনিও ব্যস্ত সময় পার করছেন।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের মধ্যে তটিনী, কেয়া পায়েল অনেক ব্যস্ত সময় পার করছেন। দুজনেরই হাফ ডজনেরও বেশি নাটক প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে। দুজনেই প্রতিদিন ঈদের নাটকের শুটিং করছেন।

হুমায়ূন আহমেদের নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ডাক্তার এজাজুল ও ফারুক আহমেদ। এখনো দুজনে অভিনয়ে সরব। এই ঈদে তাদের অনেকগুলো নাটক প্রচার হবে।

ছোটপর্দা-চলচ্চিত্র-ওটিটি—তিন মাধ্যমেই অভিনয় করে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন চঞ্চল চৌধুরী। তার অভিনীত ঈদ ধারাবাহিক মিশন মুন্সিগঞ্জ প্রচার হবে এবারের ঈদে। নাটকটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ। বিপরীতে রয়েছেন ভাবনা।

মোশাররফ করিম অভিনীত রেকর্ড সংখ্যক নাটক প্রত্যেক ঈদে প্রচার হয়ে আসছে। এবারের ঈদের জন্য শুটিং নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি। এবারের ঈদেও অনেকগুলো নাটক প্রচার হবে।

তারকা অভিনয়শিল্পীদের মধ্যে অপূর্বর অনেকগুলো নাটক প্রচার হয় প্রত্যেক ঈদে। আসছে ঈদে তার অভিনীত ওয়েব ফিল্ম 'হাউ সুইট' প্রচার হবে। সেই সঙ্গে নাটকও প্রচার হবে।

এফএস নাঈম সিনেমা, নাটক ও ওটিটি—তিন মাধ্যমেই সরব। এবার ঈদের নাটকের শুটিং এবং উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন নাঈম।

নীলয় আলমগীর অভিনীত অনেকগুলো নাটক প্রত্যেক ঈদে প্রচার হয়ে আসছে। এবারের ঈদেও তার ব্যত্যয় হবে না। দর্শকরা তাকে নতুন নতুন অনেকগুলো নাটকে দেখতে পাবেন।

তানজিন তিশা, নাদিয়া আহমেদ, সাবিলা নূর, মৌসুমী হামিদ, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ প্রমুখ তারকা অভিনয়শিল্পীদের অভিনীত একাধিক নাটক আসছে ঈদে প্রচার হবে।

Comments

The Daily Star  | English
Apparel Buyers Delay Price Increases Post-Wage Hike Promise

Garment exports to US grow 17%

Bangladesh shipped apparels worth $5.74 billion in the July-March period to the USA

5h ago