ঈদ সিনেমার যেসব গান পছন্দ করছেন দর্শক

ঈদের সিনেমার গান
ছবি: সংগৃহীত

এবার ঈদুল আজহায় ছয় সিনেমার বৈচিত্র্যময় গান প্রকাশিত হয়েছে। গত কয়েক বছর ধরে সিনেমার গানের চিত্রায়ণেও পরিবর্তন এসেছে। ঈদে প্রকাশিত সিনেমায় যে গানগুলো দর্শকরা পছন্দ করছেন সেইসব গান নিয়ে এই আয়োজন।

এবার ঈদে শীর্ষে অবস্থান করছে 'তাণ্ডব' সিনেমার 'লিচুর বাগানে' গানটি। সিনেমার গানের মধ্যে এই গানটি ঈদের আগে পরে সবখানে বাজতে শোনা যাচ্ছে। ফোক আর ওয়েস্টার্ন ফ্লেভারের মিশ্রণে গানটিতে শাকিব খানের সঙ্গে প্রথমবার স্ক্রিন ভাগাভাগি করেছেন সাবিলা নূর। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও জেফার।

আরও কণ্ঠ দিয়েছেন আলেয়া বেগম ও মঙ্গল মিয়া। গানের সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। গানের কথা লিখেছেন, সাত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদী আনসারী এবং ইনামুল তাহসিন। রায়হান রাফী পরিচালিত 'তাণ্ডব' সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান।

সঞ্জয় সমদ্দার পরিচালিত ঈদের 'ইনসাফ' সিনেমায় হাবিব ওয়াহিদের কণ্ঠে 'তোমার খেয়ালে' গানটিতে শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণের পর্দা রসায়ন বেশ পছন্দ করেছেন দর্শক। তন্ময় পারভেজের কথায় গানটির সুর-সংগীত করেছেন আরাফাত মহসীন নিধি। দর্শকরা প্রেমের এই গানটি নিয়ে উচ্ছ্বসিত হয়েছেন। হাবিব ওয়াহিদের কণ্ঠে দীর্ঘদিন পর এমন প্রেমের গান পেয়েছেন বলে জানিয়েছেন।

একই সিনেমায় প্রমোশনাল গান 'আকাশেতে লক্ষ তারা ২.০' দর্শক-শ্রোতারা পছন্দ করেছে। মিলার কণ্ঠে গানটিতে তাসনিয়া ফারিণ, শরিফুল রাজ, মোশাররফ করিম অংশ নিয়েছেন। গানটির নতুন অংশের কথাগুলো লিখেছেন সুদীপ কুমার দীপ, সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন।

আদর আজাদ ও পূজা চেরি অভিনীত ঈদের 'টগর' সিনেমার 'ও সুন্দরী' গানটিতে নায়ক-নায়িকার সঙ্গে পর্দা উপস্থিতি দেখা গেছে কণ্ঠশিল্পী ইমরান-আতিয়া আনিসার। আলোক হাসান পরিচালিত 'টগর' সিনেমার গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, গানের সুর-সংগীত করেছেন ইমরান।

মিঠু খান পরিচালিত আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত 'নীলচক্র' সিনেমার 'যেতে যেতে' গানটি গেয়েছেন মাশা ইসলাম। ওয়াহিদ বাবুর কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমন সাহা। 'যেতে যেতে' গানটি দর্শকরা বেশ পছন্দ করেছে।

ঈদের 'তাণ্ডব' সিনেমার 'তোমাকে ভালোবেসে যেতে চাই' রোমান্টিক ঘরানার গানটি সিনেমা মুক্তির পর প্রকাশিত হয়েছে। প্রসেনের কথায় অরিন্দমের কম্পোজিশনে গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিন্দম ও শীর্ষা চক্রবর্তী। গানটিতে  শাকিব-সাবিলার নূরের রসায়ন দর্শকরা বেশ পছন্দ করেছেন।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

4h ago