কুমিল্লায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তাজিনদার সিং (৫০) নামে ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার ইলিয়টগঞ্জ (উত্তর) ইউনিয়নের রায়পুর সিংগুলা গ্রাম থেকে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চত করেছেন।

পুলিশ জানিয়েছে, ধর্ষণের চেষ্টা করলে তাজিনদার সিংকে পিটুনি দিয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশের হাতে তুলে দেয়। প্রথমে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তারপর থানায় নেওয়া হয়।

সূত্র জানিয়েছে, তাজিনদার দীর্ঘ দিন যাবত দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর এলাকায় এগ্রো এমবুস লিমিটেডের একটি কারখানায় প্রকৌশলী হিসেবে চাকরি করছেন। তাজিনদারের বাড়ি ভারতের পাঞ্জাবের লুধিয়ানা শহরের বাসিপাঠানা গ্রামে। তার বাবার নাম পাল সিং।

জুনায়েত বলেন, 'ওই শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

9h ago