অবিশ্বাস্য জয়ের পর ইয়ামাল বললেন, ‘বার্তা দিতে পেরেছি’

প্রতিপক্ষের মাঠে দুই গোল হজম করে পিছিয়ে পড়েছিলো বার্সেলোনা। কোণঠাসা অবস্থা থেকে পরে তারা ঘুরে দাঁড়ালো দারুণভাবে। অ্যাতলেটিকো মাদ্রিদের জালে একে একে দিল চার গোল। দারুণ জয়ে টেবিলের শীর্ষে উঠার পর তরুণ ফরোয়ার্ড লামিন ইমায়াল বললেন, এই জয়ে বার্তা দিতে পেরেছেন তারা।
রোববার স্প্যানিশ লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-২ গোলে পরাজিত করেছে বার্সেলোনা। এতে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেছনে ঠেলে এক ম্যাচ কম খেলে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে তারা। ২৭ ম্যাচে এখন বার্সার পয়েন্ট ৬০, ২৮ ম্যাচে রিয়ালেরও ৬০। তবে গোল গড়ে এগিয়ে বার্সা।
এদিন ৪৫ মিনিটে হুলিয়ান আলভারেজ ও ৭০ মিনিটে আলেক্সান্দার সরলোথ গোল করলে এগিয়ে যায় অ্যাতলাটিকো। ৭২ মিনিটে ব্যবধান কমান রবার্ট লেভানদোভস্কি। ৭৮ মিনিটে ফেরান তরেস গোল করে আনেন সমতা। যোগ করা সময়ে ম্যাজিক দেখায় বার্সা। অন্তিম সময়ে তারা পায় দুই গোল। ইমায়াল ও তরেসের ঝলকে দারুণ জয় পায় কাতালান ক্লাব।
অবিশ্বাস্য জয়ের পর প্রতিক্রিয়ায় ইমায়াল জানান তারা একটা বার্তাও দিতে পেরেছেন তাতে, 'আমি মনে করি রাগ, অক্ষমতার অনুভূতি, খেলায় স্বাচ্ছন্দ্য বোধ না করার পরে, আমরা আমাদের সেরাটা দিয়েছি এবং আমাদের যা কিছু আছে তার সেরাটা দিয়েছি।'
১৭ পেরুনো ইয়ামাল ডিএজেডএনকে বলেন, 'এটি একটি খুব গুরুত্বপূর্ণ খেলা ছিল, অ্যাটলেটিকোকে হারানো একটি উল্লেখযোগ্য জয় ছিল। আমরা এক ম্যাচ কম খেলে নিজেদেরকে আবার শীর্ষে তুলেছি এবং আমরা খুব খুশি।'
বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন, তার দল সম্ভাব্য ট্রেবল (তিনটি শিরোপা জয়) তাড়া করে চলেছে, 'আমরা ট্রফি জিততে সবকিছু চেষ্টা করব। আজকের ম্যাচ আমাদের আরও আত্মবিশ্বাস দিল।'
Comments