চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের সূচি

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে লড়াইয়ের আভাস ছিল দুটি ম্যাচে। হয়েছেও তাই। জমজমাট লড়াই শেষে টাই-ব্রেকারে লিভারপুলকে বিদায় করে দেয় পিএসজি। অন্য ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদ হেরেছে রিয়াল মাদ্রিদ। বাকি ছয়টি ম্যাচে জিতেছে ফেভারিট দলগুলোই।

মন্টজুইকে বেনফিকাকে ৩-১ গোলে পরাজিত করে শেষ আটে জায়গা করে নেয় বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে প্রতিপক্ষকে হারায় দলটি। শেষ আটে তাদের প্রতিপক্ষ গতবারের ফাইনালিস্ট বরুশিয়া ডর্টমুন্ড। দুই লেগ মিলিয়ে ফরাসি ক্লাব লিলেকে ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা।

মাইকেল আর্তেতার আর্সেনাল পিএসভির বিপক্ষে প্রথম লেগে ৭-১ ব্যবধানে জয় তুলেই এক প্রকার কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল। এমিরেটসে ২-২ গোলে ড্র করে কোয়ার্টার নিশ্চিত করে গানাররা। সেমিতে ওঠার পথে তাদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

রিয়াল অবশ্য নাটকীয়ভাবে শেষ আটে জায়গা করে নিয়েছে। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে জয় পাওয়ার পথে হুলিয়ান আলভারেজের পেনাল্টি মিস এরমধ্যেই প্রতিযোগিতার ঐতিহাসিক মুহূর্ত হয়ে গেছে। তবে শেষ পর্যন্ত শেষ আটে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বেশ চমক দেখিয়ে অ্যাস্টন ভিলা উঠেছে কোয়ার্টারে। ক্লাব ব্রুজকে দুই লেগ মিলিয়ে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে তারা। তারা মুখোমুখি হবে পিএসজির, যারা অ্যানফিল্ডে লিভারপুলকে টাইব্রেকারে হারিয়েছে। ম্যাচের একমাত্র গোলটি করেন উসমান দেম্বেলে।

অন্যদিকে, ইন্টার মিলান ও বায়ার্ন মিউনিখের লড়াইও চরম উত্তেজনার। ফেয়েনুর্ডকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার, যেখানে গোল করেছেন থুরাম ও চালহানোগ্লু। দুই লেগ মিলিয়ে ব্যবধান ৪-১। বায়ার্নও লেভারকুসেনকে ২-০ গোলে পরাজিত করেছে, গোলদাতা ছিলেন হ্যারি কেইন ও আলফোনসো ডেভিস। দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধানে জয় তাদের।

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার-ফাইনালের সূচি

মঙ্গলবার, ৮ এপ্রিল (দিবাগত রাত ১টা)

আর্সেনাল বনাম রিয়াল মাদ্রিদ

বায়ার্ন মিউনিখ বনাম ইন্টার মিলান

বুধবার, ৯ এপ্রিল (দিবাগত রাত ১টা)

পিএসজি বনাম অ্যাস্টন ভিলা

বার্সেলোনা বনাম বরুসিয়া ডর্টমুন্ড

মঙ্গলবার, ১৫ এপ্রিল (দিবাগত রাত ১টা)

অ্যাস্টন ভিলা বনাম পিএসজি

বরুসিয়া ডর্টমুন্ড বনাম বার্সেলোনা

বুধবার, ১৬ এপ্রিল (দিবাগত রাত ১টা)

রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল

ইন্টার মিলান বনাম বায়ার্ন মিউনিখ

Comments

The Daily Star  | English

Fizz, Emon guide Tigers to commanding win

Emon's notched up his second half-century in the format, an unbeaten 39-ball 56, featuring five sixes and three fours to guide his side to victory with 27 balls to spare. 

4h ago