বকেয়া দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ, পুলিশের জলকামানে ছত্রভঙ্গ শ্রমিকরা

জলকামান ব্যবহার করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আশুলিয়ায় একটি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ বুধবার দুপুর ২টায় মাহমুদ ফ্যাশন কারখানার শ্রমিকরা অবরোধ করলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া দ্য ডেইলি স্টারকে শ্রমিকদের সড়ক অবরোধের তথ্য নিশ্চিত করেছেন। 

পরে পুলিশ টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে সাড়ে ৪টার দিকে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, শ্রমিক ও স্টাফদের ২০২৪ সালের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়া চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া থাকায় শ্রমিকরা আজ দুপুর দিকে কারখানা থেকে বের হয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়ায় অবস্থান নেন।

শ্রমিকরা বলেন, কারখানার মালিক তাদের সঙ্গে আলোচনায় বসেনি। বেতন বকেয়া থাকায় তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাই বাধ্য হয়ে তারা সড়কে নেমেছেন।

পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, 'উত্তেজিত শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মালিকপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা করা হচ্ছে।'

Comments

The Daily Star  | English

India, Pakistan agree to ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce

3h ago