আশুলিয়ায় পোশাক কারখানায় বিশৃঙ্খলা, আটক ৮

ছবি: সংগৃহীত

শিল্পাঞ্চল আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় বিশৃঙ্খলায় উস্কানি দেওয়ার অভিযোগে আট জনকে আটক করেছে যৌথবাহিনী।

গতকাল সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার ভোররাত পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।

আটকরা হলেন- আশুলিয়ার দেওয়ান আব্দুল হাই (৫২), মো. জাহিদুল ইসলাম (২৪), টাঙ্গাইলের গোপালপুরের রনি (২৭), কুমিল্লার বড়ুরার শাহাপরান (৩৩), টাঙ্গাইলের নাগরপুরের মো. রাব্বি মিয়া (২৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মো. মিজানুর রহমান (৩৮), চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার জাহিদুল (৩৮) ও আশুলিয়ার গাজীরচট এলাকার মো. শুক্কুর আলী (৪০)।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে বলেন, সাম্প্রতিক পোশাক কারখায় আন্দোলনরত শ্রমিকদের উস্কানিমূলক স্লোগান দিয়ে বিভিন্ন কারখানায় ভাঙচুর, গাড়ি পুড়িয়ে দেওয়াসহ নানা ক্ষয়ক্ষতির ঘটনায় যৌথ যৌথবাহিনীর অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Try Hasina, Awami League

Families of the victims of enforced disappearances, extrajudicial killings, and those martyred and maimed in the July mass uprising yesterday demanded that ousted Sheikh Hasina and her party be brought to book.

1h ago