চ্যাম্পিয়ন্স ট্রফি

অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচে ফিরল ২০২৩ অ্যাশেজের স্মৃতি

ছবি: এএফপি

নূর আহমেদকে রানআউট করে ফেলেছিল অস্ট্রেলিয়া। অতীতে এরকম সুযোগ কাজে লাগাতে দেখা গিয়েছে অজিদের। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে দলটির অধিনায়ক স্টিভেন স্মিথ রানআউটের আবেদন বরং তুলে নেন।

গতকাল শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানদের ইনিংসের ৪৭তম ওভারে ঘটনাটি ঘটে। ন্যাথান এলিসের ওভারের শেষ বলে আজমতউল্লাহ ওমরজাই মিডউইকেটের দিকে খেলে সিঙ্গেল নেন। নন-স্ট্রাইক প্রান্ত থেকে রান পূর্ণ করে স্ট্রাইক প্রান্তে পৌঁছান নূর। ততক্ষণে থ্রো থেকে বল আসেনি উইকেটরক্ষক জশ ইংলিসের হাতে। তার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যান নূর। ইংলিস স্টাম্প ভেঙে দিয়ে আবেদন করেন রানআউটের।

ওভারের শেষ বল ছিল সেটি। আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফের কাছ থেকে 'ওভার' কল আসেনি তখনো। ওভার ঘোষণা আসার পর বল 'ডেড' হয়ে থাকে। নিয়ম নুসারে, এর আগে ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়া ব্যাটার হবেন রানআউট। সেটি বিবেচনায় নিলে রিপ্লেতে দেখা যায়, নূর আউট ছিলেন। কিন্তু আরেক আম্পায়ার কুমার ধর্মসেনা রিভিউয়ের ইশারা করতে না করতেই পাশে থাকা স্মিথ আপিল তুলে নেন। রানআউট করতে ইংলিসের আগ্রহ থাকলেও অধিনায়কের পক্ষ থেকে সাড়া পাননি তিনি। আপিল করবেন কিনা, সিদ্ধান্ত নিতে স্মিথ বেশিক্ষণ সময় নেননি।

নূর অবশ্য রানের উদ্দেশ্যে ক্রিজ ছেড়ে বের হননি। তিনি ভেবেছিলেন, বল ডেড হয়ে গিয়েছে। ২০ বছর বয়সী এই আফগান তখন ছিলেন ৩ বলে ৩ রানে। ওই সময় আবেদন তুলে না নিলে ৪৭ ওভারে দলীয় ২৪৮ রানে নবম উইকেট পড়ে যেত আফগানিস্তানের। কিন্তু স্মিথ আবেদন উঠিয়ে নেওয়ায় নুর ও ওমরজাইয়ের জুটিতে আসে আরও ২৪ রান। একদম ইনিংসের শেষ বলে আউট হন নুর। তার ব্যাট থেকে আসে ৮ বলে ৬ রান। অন্যপ্রান্তে রান আনার মূল কাজটা করেন ওমরজাই।

নূরের বেলায় আবেদন তুলে নিলেও ২০২৩ অ্যাশেজে অস্ট্রেলিয়া করেছিল এরকম একটি রানআউট। তখন বিতর্ক ছেয়ে গিয়েছিল ক্রিকেটবিশ্বে। লর্ডস টেস্টে ক্যামেরন গ্রিনের ওভারে বল 'ডেড' হওয়ার আগে ইংল্যান্ডের ব্যাটার জনি বেয়ারস্টো ক্রিজ ছেড়ে বেরিয়ে যান। উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি বল ধরেই থ্রো মেরে স্টাম্প ভেঙে দেন। ওভারের শেষ বল হলেও ততক্ষণে 'ওভার' কল আসেনি আম্পায়ারের কাছ থেকে। সেকারণে আউটের সিদ্ধান্ত চলে এসেছিল। ওই ম্যাচে অজিদের নেতৃত্ব দেওয়া প্যাট কামিন্স সেবার স্মিথের মতো আবেদন তুলে নেননি।

আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির 'বি' গ্রুপের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয় শেষ পর্যন্ত। প্রথমে ব্যাট করে পুরো ওভার খেলে আফগানিস্তান সবকটি উইকেট হারিয়ে ২৭৩ রানের পুঁজি গড়ে। রান তাড়ায় উড়ন্ত শুরু পেয়ে ১২.৫ ওভারে ১০৯ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টি এসে গেলে মাঠে আর খেলা গড়ানো সম্ভব হয়নি। তাই পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।

Comments

The Daily Star  | English

BNP sticks to demand for polls by December

In a meeting with Chief Adviser Prof Muhammad Yunus last night, the BNP restated its demands that the next general election be held by December and the government immediately announce a roadmap to that end.

45m ago